ট্রেনিং করে স্বাবলম্বী হবেন: মাশরাফী

বিশেষ চাহিদা সম্পন্ন যুব পুরুষ ও নারীদের মাঝে সনদপত্র ও ভাতা বিতরণ করলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে ভিজুওডি নড়াইল সদরের সহযোগিতায় ও সদর উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের আয়োজনে শহরের দুর্গাপুরে ভিপিওডি র্কাযালয়ে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় ৩০ জন প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদপত্র ও ভাতা বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মাশরাফী বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের জন্য এ ব্যবস্থা করেছেন। আপনারা ট্রেনিং করবেন, স্বাবলম্বী হবেন। অপনারা কারো কাছে হাত পাতবেন না। দুই বছর করোনা ছিলো আপনারা জানেন। কেউ ঘরের থেকে বের হতে পারিনি। আমরা বসে ছিলাম না। আমরা কাজ করেছি কিভাবে ট্রেনিং করা যায়'।
তিনি আরো বলেন, 'ট্রেনিং করতে এসে আপনারা ১০০ টাকা করে পান যাতায়াতের জন্য। এর আগে উল্টো আরো ২০০ টাকা দিয়ে ট্রেনিং করতে হতো। আপনারা ফ্রি ট্রেনিং পাচ্ছেন। বিভিন্ন মেয়াদে লোন পাচ্ছেন। লোন নিয়ে যারা ভালো কাজ করছেন তারা লোন একবছরে শোধ করে অপনার একটা ব্যবসাও দাঁড় করাতে পারছেন। এর থেকে ভালো পন্থা আর নেই'।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আশেক এলাহি, নড়াইল ভিপিওিডির নির্বাহী পরিচালক মোঃ সাব্বির হোসেন, সভাপতি মোঃ মাহবুব আলম, সিনিয়র ফিল্ড অফিসার জোবায়দা খাতুনসহ আরো অনেকেই।
এএজেড
