মেহেরপুরে পৃথক ঘটনায় দুই কৃষকের মৃত্যু

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ও মৌমাছির কামড়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে মেহেরপুর শহরে ও মেহেরপুরের গাংনী উপজেলায় এ পৃথক ঘটনা ঘটে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর শহরের নতুন পাড়া মোড়ে ভূমি অফিসের সামনে ট্রলির ধাক্কায় মুজালুর মন্ডল নামের এক কৃষক নিহত হন।
স্থানীয়রা জানান, নিহত মুজালুর মন্ডল সদর উপজেলার পিরোজপুর গ্রামের সাত্তার মন্ডলের ছেলে। সকালে বাইসাইকেলযোগে গ্রাম থেকে মেহেরপুর শহরে আসার পথে নতুন পাড়া ভূমি অফিসের সামনে পেছন থেকে দ্রুতগামীর একটি ট্রলি মুজালুর মন্ডলকে ধাক্কা দেয়। এতে সড়কের উপরে ছিটকে পড়েন তিনি। এ সময় স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কৃষক মুজালুরকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে সদর থানা পুলিশ টিম পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়াও একই দিনে জেলার গাংনীতে মৌমাছির কামড়ে হায়দার আলী (৫৮) নামের এক কৃষকের মৃত্যু হয়। এ সময় আহত হন ৫ জন। শুক্রবার সকাল ১১টায় উপজেলার সাহারবাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হায়দার আলী সাহারবাটি কড়ইতলা পাড়ার তাহাজ উদ্দীনের ছেলে।
আহত কদম আলী বলেন, হায়দার আলীসহ গ্রামের বেশ কয়েকজন খালের পাড়ে কাজ করছিলাম। হঠাৎ বটগাছে থাকা মৌমাছির চাঁকে পাখি ঠোকা দিলে মৌমাছি পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় মৌমাছির কামড়ে হায়দার আলীর মৃত্যু ও ৫ জন কৃষক আহত হয়। আহতরা বর্তমানে গাংনী হাসপাতালে ভর্তি রয়েছেন।
গাংনী হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক আবির হোসেন বলেন, মৌমাছির কামড়ে একজনের অবস্থা আশঙ্কা থাকায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এছাড়া বাকীরা চিকিৎসাধীন রয়েছে।
এসআইএইচ
