বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১

মাদক, চুরি ও অস্ত্র মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১১ আসামিকে গ্রেপ্তার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দিনব্যাপী পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বারোপোতা গ্রামের মৃত মহর আলীর ছেলে বকুল (৩৪), ভবেরবেড় গ্রামের মৃত রফি মোড়লের ছেলে আব্দুস সোবাহান (৩৬), বোয়ালিয়া কানপাড়ার আ. ওহাব মোড়লের ছেলে উজ্জল হোসেন (৩৪), ভবেরবেড় পশ্চিমপাড়ার ছবেদ আলী মোড়লের ছেলে আল আমিন মোড়ল (৩৩), সাদিপুর গ্রামের নুর ইসলামের ছেলে বাবলুর রহমান (৩৭), মানকিয়া পশ্চিমপাড়ার মৃত গনি মিয়ার ছেলে লিটন মিয়া (৩৯), ভবেরবেড় গ্রামের শের আলীর ছেলে শামীম শেখ (৩৩), নামাজগ্রাম পূর্বপাড়ার মৃত হামজার আলীর ছেলে জুলফিকার আলী জুলু (৪২), ভবেরবেড় গ্রামের মৃত ওয়াহেদ আলী সর্দারের ছেলে তাতা মিয়া (৩৮), ভবেরবেড় গ্রামের পালক বাবা আমিনুর রহমানের ছেলে আল আমিন (২৮), ভবেরবেড় পশ্চিমপাড়ার আইয়ুব আলীর ছেলে ইমরান হোসেন (২৫)।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি অভিযানিক দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের পুলিশ প্রটেকশনে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
এসজি
