চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় মুদি ব্যবসায়ী নিহত

চুয়াডাঙ্গা শহরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার (২১ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে হোটেল সাহিদ প্যালেসের সামনে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল জব্বার (৪২) শহরের জোয়ার্দ্দার পাড়ার বোরহান উদ্দীনের ছেলে। পেশায় মুদি দোকানদার।
এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) আবু সাঈদ জানান, নিহত আব্দুল জব্বার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় হোটেল সাহেদ প্যালেসের সামনে পৌঁছালে ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে পাকা রাস্তার উপর পড়ে যান। এ সময় মেহেরপুর টু চুয়াডাঙ্গাগামী চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে ঘটনাস্থলে থাকা লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত ডাক্তার হাসান তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে আছে।
তিনি আরো জানান, ট্রাকটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। নিহতের স্বজনরা এখনও কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসআইএইচ
