মাগুরার ৩ মহাসড়ক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামীকাল বুধবার ১৬৭ কোটি ৯০ লক্ষ টাকা ব্যয়ে মাগুরার ৩ মহাসড়কের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ দিন সকাল ১০ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সড়ক ও জনপথ বিভাগের অধীনে উন্নয়নকৃত মাগুরার এই ৩ মহাসড়কসহ সারাদেশের উন্নয়নকৃত ২ হাজার কিলোমিটারের অধিক মহাসড়ক উদ্বোধন করবেন তিনি।
মাগুরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: আশিকুল ইসলাম জানান,অনগ্রসর জনপদের গণমানুষের জীবনমান উন্নয়ন ও প্রতিবন্ধহীন সড়ক নেটওয়ার্ক স্থাপনের অভিলক্ষ অর্জনে সমগ্র দেশে বুধবার ২ হাজার কিলোমিটার উন্নয়নকৃত মহাসড়ক উদ্বোধন করা হবে।
সড়ক ও জনপথ অধিদপ্তরের মাধ্যমে এ উন্নয়ন বাংলাদেশের ৮ টি বিভাগের ৫০টি জেলায় ১০০টি মহাসড়ক করা হয়েছে। যার সর্বমোট দৈর্ঘ্য ২০২১.৫৬ কিলোমিটার। মোট ১৪৯১৪.৯৫ কোটি টাকা ব্যয়ে ৪৮টি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে উন্নয়নকৃত মহাসড়ক সমূহের মধ্যে ৩৫২.২৬ কিলোমিটার মহাসড়ক খুলনা বিভাগে।
উক্ত সড়ক সমূহের মধ্যে মাগুরা জেলায় উদ্বোধন হবে ৩ টি সড়ক। যার মধ্যে রয়েছে সদরের রামনগর থেকে আবালপুর পর্যন্ত ১০.১৫ কিলোমিটার,আড়পাড়া -কালিগঞ্জ জেলা মহাসড়ক ( জেড-৭০২১) এর আড়পাড়া বাজার থেকে পিপরুল পর্যন্ত ১৪.৩৪ কিলোমিটার এবং আড়পাড়া-শালিখা থেকে শালিখা পুলিশ ফাঁড়ি পর্যন্ত ১০.১৯৫ কিলোমিটার মোট ৩৪.৬৮৫ কিলোমিটার সড়ক অন্তভূক্ত আছে। যার উন্নয়ন ব্যয় ১৬৭.৯০ কোটি টাকা। মাগুরায় ৩ সড়ক যুক্ত হবে মহাসড়কের অংশে।
তিনি আরও জানান, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রীর তত্ত্ববধানে এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের দক্ষ প্রকৌশলীদের জ্ঞান, মেধা, অভিজ্ঞতা ও উদ্বোবনী শক্তির সব্বোর্চ প্রয়োগে দেশব্যাপী উন্নয়নকৃত দুই সহস্রাধিক কিলোমিটার মহাসড়ক বর্তমান সরকারের অন্যতম সাফল্য।
এএজেড
