বিচারপতি আবু জাফর সিদ্দিকীকে অভিনন্দন ও শুভেচ্ছা

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও হাইকোর্ট বিভাগের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও আইনজীবী সুরক্ষা আন্দোলন কুষ্টিয়া জেলা শাখা।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) বেলা ১টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউজে জেলার এই কৃতি সন্তানদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এ ছাড়া জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, জেলা আইনজীবী সমিতি, কুষ্টিয়া নাগরিক কমিটিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী ও আওয়ামী লীগের আইন বিষয়ক উপ কমিটির সদস্য অ্যাডভোকেট মো. হামিদুল ইসলাম হামিদ, জেলা আইনজীবী সুরক্ষা আন্দোলন বার ইউনিটের আহ্বায়ক ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা শাখার সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট সাইফুর রহমান সুমন, জেলা আইনজীবী সুরক্ষা আন্দোলন বার ইউনিটের সদস্য সচিব ও জেলা সম্মিলিত সামাজিক জোটের সমন্বয়ক অ্যাডভোকেট মো. মুহাইমিনুর রহমান পলল, মিরপুর উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. ওয়কিবুল ইসলাম লিপসন উপস্থিত ছিলেন।
এসজি
