আর্জেন্টিনার জয়ে উল্লাস করতে গিয়ে যুবকের মৃত্যু

যশোরের ঝিকরগাছায় ফ্রান্স-আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার জয়ে উল্লাস করতে গিয়ে সেতুর উপর থেকে খালের মধ্যে পড়ে রাকিব হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (১৮ ডিসেম্বর) রাতে ফ্রান্স-আর্জেন্টিনা ফাইনাল ম্যাচ চলাকালে এ ঘটনা ঘটে। রাকিব কৃষ্ণনগর গ্রামের ধোপাপাড়ার আসলাম হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, রবিবার রাতে ঝিকরগাছা কাটাখাল এলাকার স্থানীয় যুবকদের উদ্যোগে ঝিকরগাছা পৌরসভার কাটাখাল বঙ্গবন্ধু পৌর পার্কে প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখানো চলছিল। এসময় আর্জেন্টিনার গোলে উল্লাস করতে গিয়ে অসাবধানতার কারণে রাকিব কাটাখালের ব্রিজের নিচে পড়ে যায়। তাকে দ্রুত ঝিকরগাছা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিকরগাছা থানার কর্তব্যরত ডিউটি অফিসার মুহিদুল ইসলাম রাত পৌনে ১২টার দিকে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এসজি
