কচ্ছপ গতিতে চলছে সেতু নির্মাণ

নড়াইলের কালিয়ায় নবগঙ্গা সেতুর নির্মাণ কাজ চলছে কচ্ছপ গতিতে। এখন পর্যন্ত চার দফায় মেয়াদ বাড়ালেও কাজ হয়েছে মাত্র ৬২ ভাগ। তবে আগামী বছরের ডিসেম্বরের মধ্যে সেতুর কাজ শেষ হবে বলে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। কবে অপেক্ষার পালা শেষ হবে তা নিয়ে সংশয়ে এলাকাবাসী। আশ্বাস নয় তারা চায় দ্রুত সেতুটি নির্মাণ করা হোক।
জানা গেছে, নড়াইল-কালিয়া সড়কের পাচকাউনিয়া এলাকায় নবগঙ্গা নদীর উপর ৭২ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথন ছিল ২০১৯ সালে জুন মাসে। কিন্তু কাজের ধীরগতির ফলে এখনো শেষ হয়নি। তা ছাড়া বালু বোঝাই একটি বাল্কহেডের ধাক্কায় সেতুর ৯ নম্বর পিলারটি ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত ওই পিলারের জন্য আরো বেশি সময়ক্ষেপণ হচ্ছে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এই সেতুর কাজ চলছে। কাজের কোনও গতি নেই। ফলে কবে এই সেতু নির্মাণ হবে তা নিয়ে তারা শংকায় রয়েছেন। এই সেতু নির্মাণ হলে কালিয়ার সঙ্গে নড়াইলের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক পরিবর্তন ঘটবে। এতে ফেরিঘাটে ও নৌকায় করে পার হওয়া ভোগান্তি থেকে মুক্তি পাবে তারা।
এ ব্যাপারে নড়াইল সড়ক বিভাগের নির্বাহী প্রকোশলী মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ক্ষতিগ্রস্ত ৯ নম্বর পিলার না রেখে ৮ ও ১০ নম্বর পিলারের উপর একটি স্টিলের স্প্যাম বসবে। এজন্য বাড়তি ব্যয় হবে এবং ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে।
এসআইএইচ
