জুয়ার আসরে পুলিশের হানা, পালাতে গিয়ে জুয়াড়ীর মৃত্যু

সাতক্ষীরার তালা উপজেলায় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাতে গিয়ে আবুল হোসেন ওরফে জমিদার (৫০) নামে এক জুয়াড়ীর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন ওই গ্রামের মৃত জব্বার মোড়লের ছেলে।
তালা থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাগুরাডাঙ্গা গ্রামে জুয়া খেলা হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় তালা থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আবুল হোসেন নামের এক জুয়াড়ী পালাতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে মারা যান। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।
তবে অপর দুই জুয়াড়ীকে আটক করে থানায় আনা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এসআইএইচ
