ঝিনাইদহে ট্রাকচাপায় দুলাভাই নিহত, শ্যালক আহত

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় শাহ আলম চঞ্চল (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হন চালক রবিন (৩৬)। তারা সম্পর্কে শালা-দুলাভাই বলে জানা গেছে।
শনিবার (১০ ডিসেম্বর) রাত ৭টার দিকে কালীগঞ্জ শহরের বৈশাখী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পরে দুর্ঘটনার খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে। এ ছাড়া ঘাতক ট্রাকটিকে আটক করেছে স্থানীয় জনতা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত চঞ্চলের বাড়ি মহেশপুর উপজেলার জিন্নানগর এলাকার ইসলামপুর গ্রামে। আর আহত রবিনের বাড়ি একই উপজেলার বহরামপুর গ্রামে। তারা কালীগঞ্জের চাপরাইল বাজার থেকে ইলেকট্রনিক্স মিস্ত্রির কাজ করে বাড়ি ফিরছিলেন। এ সময় কালীগঞ্জ শহরের হাঙ্গার ফ্রিওয়াল্ড সড়ক দিয়ে মহাসড়কে উঠলে যশোর থেকে ছেড়ে আসা ১০ চাকার একটি ট্রাক তাদের মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা চঞ্চল সড়কে পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায়। আহত হয় রবিন।
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসআইএইচ
