শেখ হাসিনা গণমাধ্যমবান্ধব প্রধানমন্ত্রী: প্রাণিসম্পদমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমাধ্যমবান্ধব সরকার প্রধান বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ.ম রেজাউল করিম।
তিনি বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ৩১ টেলিভিশন ও অসংখ্য পত্রিকা এবং অনলাইন নিউজ পোর্টাল অনুমোদন দিয়েছে। যাতে সমস্ত তথ্যউপাত্ত গণমাধ্যমের মাধ্যমে সামনে আসা দরকার। তাতে সরকারও সচেতন হতে পারবে এবং বিরোধী দলের ত্রুটি বিচ্যুতি ধরা যাবে।
রবিবার (৪ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের সভাপতিত্বে বক্তব্য দেন বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য আমিরুল আলম মিলন, বাগেরহাট ২ আসনের সাবেক সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা, ভোরের কাগজের বাগেরহাট জেলা প্রতিনিধি আব্দুল বাকী তালুকদারসহ আরও অনেকে।
এসএন
