বাগেরহাটে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

অন্তভুক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমূখী পদক্ষেপ, প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মানে উদ্ভাবনের ভূমিকা এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে ৩১তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪তম জাতীয় প্রতিবন্ধি দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক ও সামাজসেবা অধিদপ্তরের আয়োজনে শনিবার (৩ ডিসেম্বর) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ হাফিজ-আল-আসাদ, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এসএম রফিকুল ইসলাম, বাগেরহাট ২৫০ রাজিয়া নাসের হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: অসীম কুমার সমাদ্দার, বাগেরহাট জেলা পরিষদের সদস্য শরিফা হেমায়েত, সদর উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান রিজিয়া পারভীন প্রমুখ। আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের মাঝে ৪৫টি হুইল চেয়ার ও ৮টি শ্রবন সহায়ক যন্ত্র বিতরণ করা হয়।
এএজেড
