বেদে পল্লীতে পিঠা উৎসব ও শীতবস্ত্র বিতরণ

নড়াইলে বেদে পল্লীতে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের উদ্দ্যেগে পিঠা উৎসব ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। পিঠা উৎসব ও শীত বস্ত্র বিতরণকে কেন্দ্র করে দিনব্যাপি আয়োজন করা হয় নানা আনন্দ অনুষ্ঠানের। উৎসবের আমেজে মেতে উঠে বেদে সম্প্রদায়ের শিশু-কিশোর থেকে শুরু করে সকল বয়সী মানুষ। এমন আয়োজন যেন সুবিধাবঞ্চিত মানুষগুলোর কাছে এক বিশাল পাওয়া।
শুক্রবার (২ ডিসেম্বর) সকাল থেকেই বেদে পল্লীতে শুরু হয় পিঠা তৈরির ধুম। নড়াইল সদরের আউড়িয়া ইউনিয়নের সীমাখালী এলাকায় ১৬টি খুপড়ি ঘরে থাকা বেদে সম্প্রদায়ের নারী ও শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ মেতে উঠেন পিঠা উৎসবে।
স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের উদ্যোগে বেদে বহরেই তৈরি করা হয় গরম গরম চিতই, রস চিতই, ভাপা, তালপিঠা, ভাজাপিঠা, পাটিসাপ্টা, কুলিপিঠা, দুধপিঠা, ডিমপিঠাসহ ১২ প্রকারের পিঠা। অতিথিসহ বেদে সম্প্রদায়ের লোকজন যে যতটা পেরেছেন পিঠা খেয়েছেন। পিঠা উৎসবে অংশগ্রহণ করতে পেরে খুশি তারা সবাই। এদিকে যাদের নিয়ে কেউ ভাবেনা তাদের নিয়ে এমন আয়োজন করায় প্রশংসায় ভাসছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন।
পল্লীর বেদেরা বলেন, তাদের নিয়ে এরকম আয়োজন আগে কেউ করেনি। নানা স্বাদের নানা রকমের পিঠা বাচ্চাদের মুখে তুলে দিতে পেরে অত্যন্ত খুশি তারা। প্রতিবছর শীতের পোশাকের অভাবে বাচ্চাদের নিয়ে এই মৌসুমে খুবই কষ্ট করতে হয়। স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের দেয়া শীতের পোশাকের কারণে এবার শীতের কষ্ট লাঘব হবে তাদের।
স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্টরা জানান, পিঠা উৎসবের পাশাপাশি ভাসমান বেদে সম্প্রদায়ের শিশু-কিশোরদের পছন্দের পোশাক উপহারসহ শীতবস্ত্র ও পুরস্কার বিতরণ করেছে 'স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন'। এবারই প্রথম নয়। এর আগেও বিভিন্ন সময়ে ভাসমান বেদে সম্প্রদায়কে নিয়ে নানা ধরনের আয়োজন করেছেন তারা। ভবিষ্যতেও তাদের এ কর্মকাণ্ড চলমান থাকবে।
স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মির্জা গালিব সতেজ জানান, প্রায় দুই বছর ধরে 'স্বপ্নের পাঠশালা'র মাধ্যমে বেদে সম্প্রদায়ের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে সংগঠনটি। কাজের স্বীকৃতিস্বরূপ 'জয় বাংলা ইয়ুথ পুরস্কার-২০২১' অর্জন করেছে সংগঠনটি। বেদে সম্প্রদায়সহ সুবিধাবঞ্চিত মানুষের জন্য আরও সৃজনশীল কাজ করে যেতে চান স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের সদস্যরা।
নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম বলেন, নড়াইলের অধিকার বঞ্চিত যে সম্প্রদায় রয়েছে তাদের উন্নয়নে কাজ করে যাচ্ছে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন। তাদের মতো সকলে এগিয়ে আসলে প্রান্তিক ও অধিকার বঞ্চিত মানুষগুলো মূল সমাজে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে অনেক বেশি অগ্রগতি হবে।
এদিকে এমন আয়োজনে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনকে শুভেচ্ছা জানিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, বেদে পল্লীর উন্নয়নে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন অনন্য ভুমিকায় অবস্থান করছে। জেলার পিছিয়ে পড়া জনগোষ্টির জন্য কাজ করলে জেলা প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে।
এএজেড
