মাগুরায় ৭ কেজি রূপাসহ যুবক আটক

মাগুরায় অভিনব কায়কায় মোটর সাইকেলের তেলের ট্যাংকিতে রূপা পাচারকালে সারোয়ার উদ্দিন (২৮) নামে এক যুবককে আজ শুক্রবার সাড়ে ৬টায় সদরের ইছাখাদা দরগাহ নামক এলাকা থেকে আটক করেছে মাগুরা সদর থানা পুলিশ। এ সময় তার টিভিএস মেট্রোপ্লাস মোটর সাইকেলের তেলের ট্যাংকি থেকে লুকিয়ে থাকা প্রায় ৭ কেজি রূপা উদ্ধার করা হয়।
আটককৃত সরোয়ার চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার রামনগর গ্রামের নাসির উদ্দিনের ছেলে। আজ সন্ধ্যায় মাগুরা সদর থানায় অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা ওসি তদন্ত গৌতম সর্গীয় ফোর্স নিয়ে মাগুরা সদরের ইছাখাদা দরগাহ নামক এলাকা থেকে টিভিএস মেট্রোপ্লাস মোটর সাইকেল সহ সারোয়ারকে আটক করে।
সে দর্শনা বর্ডার এলাকা থেকে অভিনব কায়দায় তেলের ট্যাংকি থেকে লুকিয়ে প্রায় ৭ কেজি রূপা ফরিদপুরের বাগাটে সুজয় এর দোকানে নিয়ে যাচ্ছিল। আটককৃত ৭ কেজি রূপার আনুমানিক মূল্য মূল্য প্রায় ৭ লক্ষ ২২ হাজার টাকা। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। আটককৃতকে থানা হেফাজতে রাখা হয়েছে। তিনি আরও জানান, মাগুরা জেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রন ও মাদক নিমূলে জেলা পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে।
এএজেড
