জিপিএ-৫ রেকর্ড গড়েছে যশোর শিক্ষা বোর্ড

যশোর শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ প্রাপ্তিতে রেকর্ড গড়েছে। ১৪ হাজার বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন গত বছরের তুলনায়। সোমবার (২৯ নভেম্বর) প্রকাশিত ফলাফলে এ তথ্য জানানো হয় বোর্ডের পক্ষ থেকে। যশোর বোর্ডে এবছর ৩০ হাজার ৮৯২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন । গতবছর গত বছর যার সংখ্যা ছিল ১৬ হাজার ৪৬১ জন।
যশোর বোর্ডে এটিই সবচেয়ে বড় রেকর্ড। এসএসসিতে এতো সংখ্যক জিপিএ-৫ প্রাপ্তির ঘটনা ঘটেনি এই প্রথম। তারপরও বেড়েছে বোর্ডে পাসের হার। পাসের হার ৯৫ দশমিক ১৭ ভাগ। গতবছর এ সংখ্যা ছিল ৯৩ দশমিক ০৯ শতাংশ। যশোর প্রেস ক্লাব মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফল সংক্রান্ত প্রেস বিফ্রিং করে এ তথ্য জানান বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র।
মাধব চন্দ্র রুদ্র আরও জানান, এ বছর যশোর বোর্ডে মোট ১ লাখ ৭২ হাজার ৮৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫০১ জন। পাসের হার ৯৫ দশমিক ১৭ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৩০ হাজার ৮৯৩ জন। গতবছর এই বোর্ড থেকে পাসের হার ছিল ৯৩ দশমিক ০৯ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ছিল ১৬ হাজার ৪৬১। সে অনুযায়ী গতবছরের চেয়ে এ বছর যশোর বোর্ড থেকে ১৬ হাজার ৪৬১ জন শিক্ষার্থী বেশি জিপিএ-৫ পেয়েছে।
একই সাথে পাসের হার ১ দশমিক ২২ শতাংশ বেড়েছে। সংক্ষিপ্ত সিলেবাস, প্রশ্নে একাধিক অপশন থাকায় শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে লিখতে পেরেছে। ফলে ফলাফল ভাল হয়েছে ফলাফল প্রকাশের পর যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দ উল্লাস করছে শিক্ষার্থীরা। প্রত্যাশিত ফলাফল হওয়া শিক্ষক ও অভিভাবকরাও আনন্দিত।
এএজেড
