নিজেরা নিজেদের ঘর ভেঙে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা!
মাগুরা শ্রীপুরে প্রতিপক্ষকে শায়েস্তা করতে নিজেদের ঘর নিজেরা ভেঙে মামলা করেছে অপর পক্ষ। উপজেলার দ্বারিয়াপুর গ্রামের শহীদুল জোয়ার্দার, তার ছেলে ড্রাইভার মাসুদ ওরফে কালাম, ভাই হাফিজ ও তাদের লোকজন নিজেরাই নিজেদের ঘর ভেঙে কলেজ শিক্ষক আবদুল আওয়াল ও তার স্ত্রীসহ ঢাকাতে চাকুরিরত ভাইদের নামে মামলা করেছে। বুধবার রাতে আবদুল আওয়ালকে আটক করে আদালতে সোপর্দ করেছে শ্রীপুর থানা পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার দ্বারিয়াপুর গ্রামের কলেজ শিক্ষক আব্দুল আওয়ালের বসতবাড়ি সংলগ্ন জমি-জমা সংক্রান্ত বিষয়ে পাশের বাড়ির শহীদুল ইসলামের স্ত্রী বেবি বেগম এর বিরুদ্ধে মাগুরার বিজ্ঞ শ্রীপুর সহকারী জজ আদালতে একটি দেওয়ানী মামলা বিচারাধীন রয়েছে, যার নং-৪৩৫/২১।
বিজ্ঞ আদালত উক্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকার নিমিত্তে বিগত ০৭/১২/২১ তারিখে মামলাটির নিষ্পত্তির শুনানী না হওয়া পর্যন্ত বাদী ও ৮নং বিবাদীকে নালিশী জমিতে স্থিতিবস্থায় থাকার নির্দেশ দেন। কিন্তু বিজ্ঞ আদালতের এ আদেশ অমান্য করে বিবাদী বেবি বেগমের ছেলে হৃদয় মাসুদ ওরফে কালাম ও স্বামী শহীদের নেতৃত্বে গত বৃহষ্পতিবার গভীর রাতে কুচক্রি মহলকে সাথে নিয়ে এ বিরোধীয় জমির চারপাশে পিলারের সাথে কাটা তার দিয়ে ঘেরাও করে দখলের চেষ্টা করে।
বাদী পক্ষ পরদিন সকালে দেখতে পেয়ে কাটা তারের বেড়া উচ্ছেদ করে দেয়। ফলে বড় ধরনের সংঘর্ষের সম্ভাবনা দেখা দিলে ঘটনাটি শ্রীপুর থান পুলিশ জানতে পেওে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগেই শহীদুল তার লোকজন নিয়ে নিজেরাই নিজেদের ঘর ভাংচুর করে। পরে থানায় আবদুল আওয়াল সহ ৪ জনের নামে ভাংচুর ও লুটপাট মামলা করে।
এই জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে কয়েক মাস আগে আব্দুল আওয়ালকে শায়েস্তা করার উদ্দেশ্যে তার ও তার পরিবারের অজান্তে তার ঘরে মাদক রেখে তাকে মাগুরা ডিবি পুলিশ দিয়ে আটক করায়। সে সময় এ ঘটনার মূল পরিকল্পনা কারী নগর উন্নয়ন অধিদপ্তরের ড্রাইভার কোটি কোটি টাকার মালিক হৃদয় মাসুদ নিজেই ফেঁসে যায়। এ নিয়ে উল্টো মামলা হয় তাদের বিরুদ্ধে। মাসুদ মামলার চার্জশীটভূক্ত আসামী। যার মামলা নং-শ্রীপুর জিআর ৪৪/২২।
একের পর এক মিথ্যা মামলায় আবদুল আওয়ালকে হয়রানী করায় গ্রামবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সাবেক ইউপি সদস্য লাভলু বিশ্বাস জানান, শহীদুল তার ছেলে ও লোকজনদের নিয়ে নিজেরাই নিজেদের বাড়ি-ভাংচুর করেছে একথা পাড়ার সবাই জানে। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ জাব্বারুল ইসলাম জানান, এজাহারভুক্ত আসামী হিসেবে তাকে আটক করা হয়েছে। তদন্ত করে সত্য উদঘাটন করে চার্জশিট দাখিল করা হবে।
এএজেড