ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতের অভিযান
বাগেরহাটের ফকিরহাটে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) সন্ধায় ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্রেট মো. মনোয়ার হোসেন।
তিনি জানান, লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের কাছ থেকে স্যাম্পল ও টাকা নিয়ে পরীক্ষা না করে রিপোর্ট প্রদানের মাধ্যমে প্রতারণা করায় ভোক্তা অধিকার আইনে প্রতিষ্ঠানটির পরিচালক লিটন কুন্ডুকে ১৫ দিনের জেল ও ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করা হয়। এছাড়া হেলথ কিওর ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্টে ডাক্তারের নাম অবৈধভাবে ব্যবহার করায় একই আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় আহম্মদ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সকল কাগজপত্র সঠিক পাওয়া যায়। অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ্ মো. মহিবুল্লাহ্, আবাসিক মেডিকেল অফিসার ডা. শিশির বসু প্রমুখ। তিনি আরো বলেন, উপজেলাবাসীর সুচিকিৎসা নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এএজেড