বাড়তি দাম ও ওজনে কারচুপি, চালকল মালিককে জরিমানা
দেশের অন্যতম বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর চালের মোকামে ওজনে কম দেওয়া ও দাম বেশি রাখায় দুই চালকল মালিককে জরিমানা করেছে জেলা বাজার মনিটরিং টাস্কফোর্স। সোমবার (২৯ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খাজানগর চালের মোকাম পরিদর্শন করে জরিমানা করা হয়।।
নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে খাদ্য অধিদপ্তর, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, কৃষি বিপণন অধিদপ্তরের সমন্বয়ে গঠিত জেলা বাজার মনিটরিং টাস্কফোর্স খাজানগরের বিভিন্ন চালকল পরিদর্শন করে। পরিদর্শনের সময় মিল পর্যায়ে চালের সরবরাহ, ধান-চালের মজুদ ও কেনাবেচার দাম যাচাই করে তারা।
পরিদর্শনকালে খাজানাগরে হালিম অটো রাইস মিলে ২৫ কেজির প্রতি বস্তায় ওজনে ২০০-৩০০ গ্রাম চাল কম পাওয়ায় মিল মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পরে একই এলাকার মেসার্স আয়েশা ট্রেডার্স প্রতি কেজি চালে ৪ টাকা বেশি রাখায় মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল দুই মিল মালিককে জরিমানা করেন। এসময় জেলা খাদ্য অধিদপ্তরের খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সুচন্দন মন্ডল বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে খাজানগর এলাকার বিভিন্ন চালকল পরিদর্শন করি। পরিদর্শনকালে খাজানাগরের হালিম অটো রাইস মিলে প্রতি বস্তায় ওজনে চাল কম দেওয়ায় ১ লাখ টাকা ও মেসার্স আয়েশা ট্রেডার্স বেশি দামে চাল বিক্রি করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিয়মিত এ বাজার মনিটরিং অব্যাহত থাকবে।
এসজি