সাতক্ষীরায় ১৯ পিস স্বর্ণের বার জব্দ
ভারতে পাচারকালে সাতক্ষীরার ছয়ঘরিয়া সীমান্ত এলাকা থেকে ১৯টি স্বর্ণের বার জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ৪৪ লাখ ৩৯ হাজার টাকা।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে সদর উপজেলার ছয়ঘরিয়া মাঠ নামক স্থানে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে স্বর্ণের বারগুলো জব্দ করে বিজিবি। তবে কোনো চোরাকারবারিকে আটক করা যায়নি। জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৬৭৯ গ্রাম।
৩৩ বিজিবি ব্যাটালিয়ন সাতক্ষীরা অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল মাহমুদ বলেন, ভারতে সোনার একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৈকারি বিওপির টহলরত বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ৭/৫৪-এস থেকে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া মাঠ নামক স্থানে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা স্বর্ণের বারের প্যাকেটটি ফেলে পালিয়ে যায়। পরে প্যাকেটের ভেতর থেকে ১৯ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। এর মধ্যে ১৪টি স্বর্ণের বার আকারে বড় ও ৫টি ছোট।
তিনি আরও বলেন, জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৬৭৯ গ্রাম। যার মূল্য ১ কোটি ৪৪ লাখ ৩৯ হাজার ৪০০ টাকা। জব্দকৃত স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এসজি/