বাগেরহাটে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
২০০৫ সালের ১৭ আগষ্ট রাজধানীসহ সারা দেশে সিরিজ বোমা হামলার বর্ষপুর্তি উপলক্ষে সারা দেশের মত বাগেরহাটেও আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ আগষ্ট) সকালে জেলা আওয়ামী লীগের রেলরোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তাঁতীলীগ, শ্রমিকলীগ, মহিলা লীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী অংশ নেন। এসময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ভূইয়া হেমায়েত উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমান, সরদার ফখরুল আলম সাহেব, নকীব নজিুল হক নজু, তালুকদার আব্দুল বাকি, সরদার নাসির উদ্দীন, মোঃ মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে সংক্ষিপ্ত সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ভূইয়া হেমায়েত উদ্দীন বলেন, বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে। দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকল ষড়যত্রের বিরুদ্ধে সব নেতাকর্মীকে সজাগ থাকতে হবে।
এএজেড