গাজীপুরে কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ

শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। ছবি: সংগৃহীত
গাজীপুর মহানগরীর বাসন থানার জায়ান্ট নিট ফ্যাশন লিমিটেড কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার প্রতিবাদে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
আজ শনিবার সকালে কারখানায় এসে বন্ধের নোটিশ দেখে ক্ষুব্ধ হয়ে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ শুরু করেন।
তাতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
এর আগে জায়ান্ট নিট ফ্যাশন লিমিটেড নামের কারাখানাটি বন্ধ ঘোষণা করে আজ সকালে বিজ্ঞপ্তি দেয় কর্তৃপক্ষ। তাদের দাবি, সার্বিক নিরাপত্তা, কারখানার সম্পত্তি ও জানমালের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী ১৩ (১) ধারা মোতাবেক কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
পুলিশ ও শ্রমিকেরা বলেন, প্রতিদিনের মতো আজ সকালেও শ্রমিকেরা কারখানার কাজে যান। পরে সেখানে গিয়ে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের বিজ্ঞপ্তি দেখতে পান। বিষয়টির প্রতিবাদ জানিয়ে সকাল আটটা থেকে কারখানাটির শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। প্রথমে তাঁরা জয়দেবপুর-ঢাকা রোড অবরোধ করেন। পরে তাঁরা মিছিল নিয়ে ভোগড়া বাইপাসের দিকে এগিয়ে গেলে চান্দনা চৌরাস্তা ও চৌধুরী বাড়ি এলাকার কয়েকটি কারখানা ছুটি দেওয়া হয়। পরে জায়ান্ট নিট ফ্যাশনের শ্রমিকেরা চান্দনা চৌরাস্তা এলাকায় বর্ষা সিনেমা হলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
কারখানার শ্রমিকেরা বলেন, ২০ মার্চ ওই কারখানার শ্রমিকেরা ঈদ বোনাস ও ১০ দিনের ছুটির দাবিতে কর্মবিরতি পালন করেন। এ ছাড়া শ্রমিকেরা উত্তেজিত হয়ে চার কর্মকর্তাকে মারধর করেন। এ ঘটনায় যৌথ বাহিনী চার শ্রমিককে আটক করে পরে ছেড়ে দেন।
গাজীপুর শিল্প পুলিশ-২–এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, এ ঘটনায় আশপাশের ৮-১০টি কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
