টাঙ্গাইলে তিন দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ সমাপ্ত

ছবি : ঢাকাপ্রকাশ
২০২৪-২৫ অর্থবছরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় টাঙ্গাইলের ভূঞাপুরে তিন দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে প্রশিক্ষণ সমাপ্ত হয়, যা শুরু হয়েছিল রবিবার (০৯ মার্চ) সকালে।
প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মো. মোখলেছুর রহমান এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল্লাহ আল মাসুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আশেক পারভেজ, জেলা বীজ প্রত্যয়ন অফিসার মাহমুদুল হাসান ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হাসান মামুন।
এই প্রশিক্ষণে উপজেলার মোট ৩০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে কৃষকদের জ্ঞান বাড়ানো।
কৃষি কর্মকর্তারা এই প্রশিক্ষণে তেলজাতীয় ফসলের উন্নত চাষাবাদ পদ্ধতি, বীজ উৎপাদন, পরিচর্যা ও সংগ্রহ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রশিক্ষণার্থীরা এই জ্ঞানকে বাস্তবে কাজে লাগিয়ে তাদের উৎপাদন বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেছেন।
