গাজীপুরে হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক, ফাঁকা বাড়িঘর ঝুলছে তালা
ছবি: সংগৃহীত
গাজীপুর নগরের দাক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার পর থেকে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশি ধরপাকড় ও হয়রানির ভয়ে স্থানীয় বাসিন্দারা এলাকা ছেড়ে চলে গেছেন, ফলে অধিকাংশ বাড়িতেই ঝুলছে তালা।
শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার দিকে আক্কাস মার্কেট থেকে টঙ্গী-জয়দেবপুর সড়ক ধরে সামনের দিকে এগোতেই দেখা যায়, মোজাম্মেল হকের বাড়িসহ আশপাশের প্রায় ৪০ থেকে ৫০টি বাড়িতে তালা ঝুলছে। ফাঁকা রাস্তায় মানুষের আনাগোনা নেই, যানবাহনের চলাচলও সীমিত।
স্থানীয়দের ভাষ্য, শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে শিক্ষার্থীদের ওপর হামলার পর থেকেই আতঙ্কে রয়েছে পুরো এলাকা। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করে, যা আতঙ্ক আরও বাড়িয়ে দেয়। শনিবার ভোর থেকেই বাড়িঘর ফাঁকা হতে শুরু করে, কেউ কেউ আত্মীয়স্বজনের বাড়িতে চলে গেছেন।
স্থানীয় আবুল বাছেতের বাড়ির সামনে দাঁড়িয়ে কুলসুম বেগম বলেন, ‘গতকাল এশার নামাজের পর হঠাৎ ভাঙচুরের শব্দ শুনলাম। মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলো যে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে। এরপর লোকজন গিয়ে হামলা চালায়। পরে শুনলাম, ছাত্ররা আহত হয়েছে। এরপর থেকেই সবাই ভয় পেয়ে এলাকা ছেড়ে দিয়েছে। আমরাও গেট বন্ধ রেখেছি।’
এলাকার এক নারী বাসিন্দা জানান, ঘটনার রাতে স্থানীয় মসজিদটিও তালাবদ্ধ করা হয়, যা এখনো খোলা হয়নি। আতঙ্কে কেউ নামাজ পড়তেও যাচ্ছেন না।
স্থানীয় আফিয়া বেগম বলেন, ‘প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত এই রাস্তায় মানুষের হাঁটাচলা থাকে, শিশু-কিশোররা খেলাধুলা করে। কিন্তু আজ পুরো এলাকা শুনশান। মনে হচ্ছে, যেন শ্মশান হয়ে গেছে।’
হামলার ঘটনার পর থেকে এলাকাবাসী চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। অনেকেই জানাচ্ছেন, পুলিশি হয়রানির আশঙ্কায় তারা আত্মগোপনে চলে গেছেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা হোক, যাতে তারা নির্বিঘ্নে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।