শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫ | ৩ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

গোপালগঞ্জে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

সড়ক দুর্ঘটনায় নিহত তিনজন। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বিষ্ণু দাসের ছেলে দিপু দাস (১৮),বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৯) এবং মৃনারুল মৃধার ছেলে হৃদয় মৃধা (১৮)। তাঁদের প্রত্যেকের বাড়ি কাশিয়ানী উপজেলার পোনা কাদির পাড়া গ্রামে।

ভাঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক আবুল হাসেম মজুমদার জানান, ঢাকা থেকে খুলনাগামী একটি বাস ওই মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকসহ অন্য দুই আরোহী নিহত হন। উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

তিনি জানান, দুর্ঘনার পর বেশ কিছু সময় এ মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে মহাসড়কের যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক করে। পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ শেষে মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

Header Ad
Header Ad

‘পারিবারিক জিনের’ কারণে যুক্তরাজ্যেও দুর্নীতিতে জড়িয়েছে টিউলিপ: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে টিউলিপ সিদ্দিক দুর্নীতিমুক্ত দেশ যুক্তরাজ্যে থেকেও ‘পারিবারিক জিনের (জেনেটিক)’ কারণে দুর্নীতিতে জড়িয়েছেন। তিনি বলেন, “শেখ হাসিনা দুর্নীতির মডেল। এমন কোনো খাত নেই যেখানে তার দুর্নীতি নেই।”

শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। রিজভী দাবি করেন, “শেখ হাসিনা বিদেশে টাকা পাচার করেছেন উন্নয়নের নামে। তার কোনো রাজনৈতিক আদর্শ নেই, শুধু ক্ষমতা ধরে রাখাই তার লক্ষ্য।”

রিজভী আরও বলেন, “মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আওয়ামী লীগ আসলে মুক্তিযুদ্ধের মর্যাদা ক্ষুণ্ন করেছে। মুক্তিযুদ্ধ শুধু আওয়ামী লীগের একার ছিল না, এটি সবার অংশগ্রহণে হয়েছিল। অথচ আওয়ামী লীগ বারবার মুক্তিযুদ্ধকে তাদের নিজস্ব বিষয় হিসেবে উপস্থাপন করছে।”

রিজভী প্রশ্ন তুলেছেন, “শেখ হাসিনার মতো একজন দুর্নীতিবাজকে ভারত কীভাবে আশ্রয় দিল? এটির পেছনে কী ভিত্তি রয়েছে?” তার বক্তব্যে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের প্রতি কঠোর সমালোচনা এবং দুর্নীতির অভিযোগ বারবার উঠে এসেছে।

Header Ad
Header Ad

সুদানের সেনাপ্রধানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মার্কিন ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানায়। আলজাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিধ্বস্ত সুদানকে অস্থিতিশীল করার অভিযোগে বুরহানের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন।

বিবৃতিতে বলা হয়, বুরহানের নেতৃত্বে সুদানী সশস্ত্র বাহিনী (এসএএফ) বেসামরিক নাগরিকদের ওপর ভয়াবহ হামলা চালিয়েছে। এর মধ্যে স্কুল, বাজার ও হাসপাতালের মতো সুরক্ষিত অবকাঠামোতে বিমান হামলার ঘটনাও রয়েছে। এসএএফ নিয়মিতভাবে মানবিক অধিকার লঙ্ঘন করেছে এবং যুদ্ধ কৌশল হিসেবে খাদ্য সরবরাহ আটকে দিয়ে সংকট সৃষ্টি করেছে।

এ নিষেধাজ্ঞার কয়েক দিন আগেই সুদানের আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর নেতা মোহাম্মদ হামদান দাগালোর ওপরও একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে বাইডেন প্রশাসন।

মার্কিন প্রশাসনের মতে, এসব পদক্ষেপের লক্ষ্য হলো যুদ্ধবিধ্বস্ত সুদানে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো।

Header Ad
Header Ad

রাজধানীর হাজারীবাগ বাজারের আগুন নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ বাজারে একটি ট্যানারি গোডাউনে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল ৩টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে এ দিন দুপুর ২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বলেন, শুক্রবার দুপুরে হাজারীবাগ বাজারে একটি ট্যানারির গোডাউনের সাত তলা ভবনের ৫ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ধাপে ধাপে ১২টি ইউনিট পাঠানো হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যেহেতু এটি লেদার গোডাউন তাই সেখানে কেমিক্যাল এর উপস্থিতি থাকতে পারে। তবে এই বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

‘পারিবারিক জিনের’ কারণে যুক্তরাজ্যেও দুর্নীতিতে জড়িয়েছে টিউলিপ: রিজভী
সুদানের সেনাপ্রধানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র
রাজধানীর হাজারীবাগ বাজারের আগুন নিয়ন্ত্রণে
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ নতুন কর্মসূচি ঘোষণা
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৪.১ শতাংশে নামবে: বিশ্বব্যাংক
জনগণ চাইলে নির্বাচনে অংশ নিতে আগ্রহী সারজিস আলম
লিটনের পরিত্যক্ত বাসায় কলেজছাত্রকে আটকে রেখে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩
বিয়ের দাওয়াত থেকে ফেরার পথে মহাসড়কে ঝরল তিনজনের প্রাণ
ইমরান খানের ১৪ ও তার স্ত্রী বুশরা বিবির ৭ বছরের কারাদণ্ড
হাজারীবাগ বাজারে ট্যানারি গোডাউনে ভয়াবহ আগুন
মুক্তিযুদ্ধে অন্যান্য দলের থেকে আওয়ামী লীগের অংশগ্রহণ কম ছিল: রিজভী
ম্যাচ জয়ের আনন্দের মাঝেই মায়ের মৃত্যুর খবর পেলেন খালেদ
যুদ্ধবিরতির মাঝেও গাজায় ইসরায়েলের হামলা, নিহত ৮১
গোপালগঞ্জে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
তোফাজ্জল হত্যাকাণ্ডে ঢাবির ২১ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল
৭ গোলের রোমাঞ্চে ভরা ম্যাচে বার্সেলোনার বিপক্ষে রিয়ালের নাটকীয় জয়
রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ল শতাধিক ঘরবাড়ি, শিশুর মৃত্যু
হাছান মাহমুদ ও তার পরিবারের ৭৭ ব্যাংক হিসাব জব্দ
ভোটাভুটি বিলম্বিত করলো ইসরায়েল, গাজায় যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা
শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব নিয়েছেন কি না জানা নেই: মুখপাত্র