সোমবার, ৬ জানুয়ারি ২০২৫ | ২২ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ফরিদপুরে সাংবাদিকের বাবা-মাসহ ৩ জনকে কুপিয়ে জখম

সাংবাদিকের বাবা-মাসহ ৩ জনকে কুপিয়ে জখম। ছবি: সংগৃহীত

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন গ্রামে সাংবাদিক সৌগত বসুর বাড়িতে দুর্বৃত্তদের হামলায় তার বাবা-মাসহ তিনজন আহত হয়েছেন। শুক্রবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এই হামলার ঘটনা ঘটে। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আহতরা হলেন সাংবাদিক সৌগত বসুর বাবা বীর মুক্তিযোদ্ধা শ্যামলেন্দু বসু (৬৫), মা কাকুলী বসু (৬০) এবং প্রতিবেশী কিশোরী প্রীতি মালো (১৫)। শ্যামলেন্দু বসুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ডা. অর্ণব জানিয়েছেন, শ্যামলেন্দু বসুর মাথায় গুরুতর আঘাত রয়েছে, মাথার হাড় ভেঙে গেছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। অন্য দু’জনের আঘাত ততটা গুরুতর নয়।

আহতদের পরিবারের পক্ষ থেকে জানা গেছে, ঘটনার সময় তারা ঘরে বসে টিভি দেখছিলেন। হঠাৎ ঘরের ভেতর একজনকে দেখে ধাওয়া করলে সে দোতলায় উঠে যায় এবং ধারালো অস্ত্র দিয়ে শ্যামলেন্দু বসুর মাথায় আঘাত করে। তাকে বাঁচাতে এগিয়ে এলে কাকুলী বসু ও প্রীতি মালোকেও আঘাত করা হয়।

সাংবাদিক সৌগত বসু বলেন, “আমার বাবা-মা সাধারণ জীবনযাপন করেন, কারো সঙ্গে কোনো শত্রুতা নেই। এটা চুরির ঘটনা নয়, কারণ কোনো মালামাল খোয়া যায়নি। এটি পরিকল্পিত হামলা হতে পারে।”

স্থানীয় ৬ নম্বর ওয়ার্ড মেম্বার জীবন কুমার মণ্ডল বলেন, “শ্যামলেন্দু বসুর বাড়িতে চুরির উদ্দেশ্যে দুর্বৃত্তরা ঢুকেছিল। তবে ধরা পড়ে যাওয়ার পর তারা হামলা চালিয়ে পালিয়ে যায়। বাড়িতে শুধু শ্যামলেন্দু বসু, তার স্ত্রী ও কাজের মেয়ে প্রীতি ছিলেন। এ ঘটনায় এলাকাবাসী উদ্বিগ্ন।”

এদিকে, খবর পেয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা ও অন্যান্য পুলিশ কর্মকর্তারা। শৈলেন চাকমা জানান, “প্রাথমিকভাবে মনে হচ্ছে চুরি করতে গিয়ে ধরা পড়ায় হামলার ঘটনা ঘটেছে। তবে বিষয়টি আরও তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রমাণ সংগ্রহ করছে এবং তদন্ত চালিয়ে যাচ্ছে।

Header Ad
Header Ad

হেলসের বিধ্বংসী সেঞ্চুরিতে রংপুরের দাপুটে জয়

টানা চার ম্যাচে অপ্রতিরুদ্ধ রংপুর রাইডার্স। এবার তাদের চতুর্থম্যাচেও বিধ্বংসী সেঞ্চুরি করে দলকে বড় ব্যবধানে জয় এনে দিলেন জেতালেন ইংল্যান্ডের সাবেক ওপেনার অ্যালেক্স হেলস। রংপুরের ৮ উইকেটের জয়ে ৮০ রানের ঝোড়ো ইনিংস খেলে দুর্দান্ত অবদান রেখেছেন সাইফ হাসানও।

এ জয়ে টানা চার ম্যাচে চার জয় পেল রংপুর। বিপিএলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয় পেয়েছে অধিনায়ক নুরুল হাসান সোহানের দল। সিলেটের দেওয়া ২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালো ছিল না রংপুরের। প্রথম ওভারেই টুর্নামেন্টে টানা দ্বিতীয় ডাক মেরে আউট হন আজিজুল হাকিম তামিম।

তানজিম হাসান সাকিবের বলে আউট হওয়ার আগে সর্বশেষ ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষেও ডাক মেরেছেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক। শুরুতেই ধাক্কা খেলেও সহজই পেয়েছে রংপুর। সহজ জয়টা এনে দিয়েছেন হেলস-সাইফ। দ্বিতীয় উইকেটে ১৮৬ রানের দুর্দান্ত এক জুটি গড়ে।

ঘরের মাঠে সিলেটকে শুরুতেই যে হাসি এনে দিয়েছিলেন তানজিম সাকিব, তা ধীরে ধীরে মিইয়ে যায়। সিলেটের বোলারদের ওপর চড়াও হয়ে চার-ছক্কার পসরা সাজান দুই ব্যাটার হেলস-সাইফ। ব্যাটিংয়ের সময় যেন দুজনই প্রতিযোগিতায় নেমেছিলেন তারা। যেন কেউই কারও থেকে চার-ছক্কা মারতে পিছিয়ে থাকতে চাইছিলেন না।
হেলস-সাইফের ইনিংস দুটিই তার প্রমাণ।

যদিও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি ৮০ রান করা সাইফ। রংপুর জয় থেকে যখন ১৮ রান দূরে ঠিক তখনই ছক্কা মারতে গিয়ে আউট হন বাংলাদেশের ব্যাটার। ১৬৩.২৬ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজান ৭ ছক্কা ও ৩ চারে। অন্যদিকে অনবদ্য ১১৩ রানের ইনিংস খেলে মাঠ ছাড়েন হেলস। ২০১.৭৮ স্ট্রাইকরেটের ইনিংসে হাঁকিয়েছেন ৭ ছক্কার বিপরীতে ১০ চার।
সিলেট পর্বের প্রথম সেঞ্চুরিটি বিপিএলের ক্যারিয়ারে হেলসের দ্বিতীয়। এর আগে রংপুরের হয়েই প্রথম সেঞ্চুরি হাঁকান তিনি। ২০১৯ বিপিএলে চিটাগাং ভাইকিংসের হয়ে সেঞ্চুরি হাঁকান ৩৬ বছর বয়সী ব্যাটার।

এর আগে রনি তালুকদার ও জাকের আলীর ব্যাটে ২০৫ রানের বিশাল পুঁজি পেয়েছিল সিলেট। তবে হেলস ও সাইফের কাছে রানটা সামান্যই মনে হয়েছে।

Header Ad
Header Ad

একাধিক পদে ১৩১ জনকে নিয়োগ দিচ্ছে বিটিসিএল

ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডে (বিটিসিএল) নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির দুই ধরনের শূন্য পদে ১৩১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।
পদসংখ্যা: ০২টি
লোকবল নিয়োগ: ১৩১ জন

পদের নাম: হিসাবরক্ষক
পদসংখ্যা: ৩৪টি
বেতন: ১৬,৫২০-৪১,৭৪৫ টাকা (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিংসহ বাণিজ্য বিভাগে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি

পদের নাম: টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ৯৭টি
বেতন: ১৪,৫৬০-৩৬,৭৯২ টাকা (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা: বেতার/বৈদ্যুতিক/যান্ত্রিক শীতাতপে বৃত্তিমূলক প্রশিক্ষণসহ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বয়সসীমা: বিভাগীয় প্রার্থী ছাড়া সব পর্যায়ের আবেদনকারীর বয়স আবেদন করার শেষ তারিখে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে, বিটিসিএলের কর্মে নিয়োজিত আছেন এমন যোগ্য কোনো প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা আবেদন করার শেষ তারিখে সর্বোচ্চ ৫০ বছর।
আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য ৮০০ টাকা টেলিটক প্রি–পেইড মুঠোফোনের মাধ্যমে দিতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ সময়: ১৯ জানুয়ারি ২০২৫ পর্যন্ত আবেদন করা যাবে।

Header Ad
Header Ad

অবশেষে পেঁয়াজের রফতানি মূল্য কমিয়ে দিলো ভারত

ছবি: সংগৃহীত

ভারত পেঁয়াজের রফতানি মূল্য কমিয়ে ৩০৫ মার্কিন ডলার নির্ধারণ করেছে, যা আগে ছিল ৪০৫ মার্কিন ডলার। এই সিদ্ধান্ত সোমবার (৬ জানুয়ারি) থেকে কার্যকর হয়েছে। রফতানি মূল্য কমানোর পেছনে ভারতের অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম কমা এবং কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করার প্রয়োজনীয়তাকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

পেঁয়াজ আমদানির খরচ কমায় বাংলাদেশি আমদানিকারকদের জন্য এটি সুবিধাজনক হবে। এক ট্রাকে পেঁয়াজ আমদানিতে প্রায় ৪ লাখ টাকা খরচ কমবে, যা দেশের বাজারে সরবরাহ বাড়াতে সহায়ক হবে।

ভারতে পেঁয়াজের উৎপাদন বেশি হওয়ায় এবং দাম কমতে থাকায় কৃষকরা আন্দোলন শুরু করেন। তাদের ন্যায্যমূল্য নিশ্চিত করতেই ভারত সরকার রফতানি মূল্য কমানোর সিদ্ধান্ত নেয়।

দেশীয় নতুন পেঁয়াজ বাজারে আসায় সরবরাহ বেড়েছে এবং দাম কমেছে। ফলে ভারতীয় পেঁয়াজের চাহিদা কিছুটা হ্রাস পেয়েছে।

এই পরিস্থিতিতে ভারতীয় পেঁয়াজের রফতানি মূল্য কমানো বাংলাদেশি আমদানিকারকদের জন্য স্বস্তির বিষয় হলেও স্থানীয় কৃষকদের উৎপাদিত পেঁয়াজের দাম কমার সম্ভাবনা রয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

হেলসের বিধ্বংসী সেঞ্চুরিতে রংপুরের দাপুটে জয়
একাধিক পদে ১৩১ জনকে নিয়োগ দিচ্ছে বিটিসিএল
অবশেষে পেঁয়াজের রফতানি মূল্য কমিয়ে দিলো ভারত
চলতি সপ্তাহে শৈত্যপ্রবাহের সম্ভাবনা, হতে পারে বৃষ্টি
হাসিনার ওপর রাগ লাগে না আপনার? খালেদা জিয়াকে আসিফ নজরুল
কেক কেটে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, সমর্থক গ্রেফতার
২৪ দফার ইশতেহার নিয়ে সামনে আসছে তরুণদের দল
গোল্ডেন গ্লোব পুরস্কার জিতলেন যারা
লন্ডনে দীর্ঘ ৭ বছর পর দেখা হবে মা ও ছেলের
ডিবি অফিসে আয়নাঘর বা ভাতের হোটেল থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
চট্টগ্রাম আদালতের ১ হাজার ৯১১টি মামলার নথি গায়েব
রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান
৫ আগষ্টের পর খুলনার আ: লীগের নেতাদের বাড়ীগুলো হয়ে গেছে ভূতের বাড়ী
অবশেষে বিপিএলে দল পেলেন মোসাদ্দেক হোসেন
জান্নাতি ফল ডালিম খাওয়ার যত উপকারিতা
চীনের পর এবার ভারতে মিললো এইচএমপিভি ভাইরাস, ছড়িয়ে পড়ছে দ্রুত
দেশের মূল্যস্ফীতি কমলেও অস্বস্তিতে গ্রামের মানুষ
নিজের নামে ট্রফি, অথচ পুরস্কার বিতরণী মঞ্চে ডাকা হয়নি গাভাস্কারকে
যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ের শঙ্কা, ৭ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি  
ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা শাহাজাদা গ্রেপ্তার