টাঙ্গাইলে গণহত্যাকারীদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সেচ্ছাসেবক দলের মানববন্ধন
ছবি : ঢাকাপ্রকাশ
সস্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে জুলাই গণহত্যাকারী আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের সন্ত্রাসীদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে টাঙ্গাইলের গোপালপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার (২০ অক্টোবর) সকালে উপজেলা পৌর শাখা সেচ্ছাসেবক দলের উদ্যোগে গোপালপুর থানা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বক্তব্য বলেন- জুলাই গণহত্যাকারী আসামিদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনাসহ সকল অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানাচ্ছি। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।
এ সময় পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খন্দকার হেলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সহ-সভাপতি আবু ঈসা মুনিম, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন প্রিন, জাসাসের সভাপতি সোহানুর রহমান সোহাগ, মহিলা দলের সভাপতি নাজমা পারভীন, ছাত্রদলের সভাপতি রোমান আহমেদ প্রমুখ।