টাঙ্গাইলে সাংবাদিককে প্রাণনাশের হুমকি আ.লীগ নেতার, প্রতিবাদে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন
ছবি: ঢাকাপ্রকাশ
টাঙ্গাইলের ঘাটাইলে সাগরদীঘি ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হাবিবুল্লাহ বাহারের বিরুদ্ধে দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সমকালের ঘাটাইল প্রতিনিধি ও ঘাটাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম মিয়ার হাত-পা ভেঙে ফেলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদ ও তার শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে ঘাটাইল প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, ছাত্র সমাজ ও সুশীল সমাজের লোকজন অংশ নেন।
বক্তারা বলেন, সাংবাদিককে প্রাণনাশের হুমকিদাতা দুর্নীতিবাজ চেয়ারম্যান হাবিবুল্লাহকে দ্রুত অপসারণ করতে হবে। তাকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে বড় ধরণের আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন- ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন, সাবেক সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি আতা খন্দকার, শ্রমিক দলের আহবায়ক সুফি সিদ্দিকী, সাংবাদিক সাজ্জাদ হোসেন, টাঙ্গাইলের ছাত্র সমন্বয়ক রকিবুল ইসলাম রাকিব, পৌর বিএনপির সহ-সভাপতি আজহারুল ইসলাম প্রমুখ।