টাঙ্গাইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী
সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেল। ছবি: ঢাকাপ্রকাশ
টাঙ্গাইলের কালিহাতীতে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কাজিমুদ্দিন (৪৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আব্দুল খালেক (৪০) নামে তার সাথে থাকা আরও একজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছে।
সোমবার (২৪ জুন) বিকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার আনালিয়াবাড়ী ১০নং ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। রাত ১০ টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) টিটু চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত কাজিমুদ্দিন ঢাকা জেলার সাভার উপজেলার ছোট ওপরপুর গ্রামের মৃত কোরবান আলী মোল্লার ছেলে এবং আহত আব্দুল খালেক একই উপজেলার আমিন বাজার এলাকার আব্দুল আলীমের ছেলে।
পুলিশ ও স্থানীয় জানান, সিরাজগঞ্জ থেকে ঘুরাঘুরি শেষে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে মহাসড়কের আনালিয়াবাড়ী ১০নং ব্রিজের কাছাকাছি পৌঁছলে উত্তরবঙ্গগামী আহসান পরিবহন নামে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয় এবং তার সাথে থাকা অপর আরোহী গুরুতর আহত হয়।
এরপর পুলিশের সহযোগিতায় এলেঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা আহত ব্যক্তিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেন এবং ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ সদস্যরা।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) টিটু চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় আনা হয় এবং আহত ব্যক্তিটি উদ্ধার করে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
টিটু চৌধুরী আরও জানান, নিহত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না করায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।