বঙ্গবন্ধু সেতুর ওপর গাড়ি বিকল, যানবাহনের দীর্ঘ লাইন
বঙ্গবন্ধু সেতুর ওপর ঢাকামুখী যানবাহনের দীর্ঘ লাইন। ছবি: ঢাকাপ্রকাশ
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ছুটছেন কর্মজীবী মানুষ। এনিয়ে ফিরতি পথেও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ বেড়েছে।
শনিবার (২২ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত এই মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ থাকলেও স্বাভাবিক গতিতেই চলাচল করছে যানবাহনগুলো। এদিকে, বঙ্গবন্ধু সেতুতে বেশ কয়েকটি যানবাহন বিকল হওয়ার ঘটনা ঘটে।
সরেজমিনে বেলা দেড় টায় দিকে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর ওপর ঢাকামুখী লেনে সেতু পারাপারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়। এতে করে মোটরসাইকেল, বাস, খোলা ট্রাক ও পিকআপের যাত্রীরা বৃষ্টিতে ভিজেই কর্মস্থলে ছুটছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েন তারা। পরে বেলা ২ টার দিকে সেতুর ওপর যান চলাচল স্বাভাবিক হয়।
বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত সেতুর ওপর ৪টি গাড়ি বিকল হওয়া ও বৃষ্টির কারণে সেতুতে গাড়ির লাইন হয়। বিকল গাড়ি রেকার দিয়ে সরাতে সময় লাগে। এতে বিভিন্ন সময় টোল আদায় বন্ধ রাখা হয়। ফলে সেতুর ওপর ঢাকামুখী যানবাহনের লাইন লেগে যায়।
বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসান কবীর পাভেল জানান, সেতুর ওপর ৪ টি গাড়ি বিকল ও বৃষ্টির কারণে বিভিন্ন সময় টোল আদায় বন্ধের ফলে সেতুতে ঢাকা ও উত্তরবঙ্গমুখী যানবাহনের চাপ বেড়ে যায়। এতে কখনো গাড়ির লাইন ও কখনো ধীরগতিতে যান চলাচল করে। পরে দুপুরের পর থেকে সেতুর ওপর কোনো যানবাহনের চাপ নেই। স্বাভাবিকভাবে যানবাহন পারাপার হচ্ছে।