বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ | ৩ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

অচিরেই দেখা যাবে বিএনপি খণ্ডবিখণ্ড হয়ে পড়েছে: সাবেক কৃষিমন্ত্রী

টাঙ্গাইলের মধুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলীর গণসংবর্ধনা অনুষ্ঠানে আব্দুর রাজ্জাক। ছবি: ঢাকাপ্রকাশ

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন- ধর্ম নিরপেক্ষতা ও অস্প্রদায়িকতা আমাদের নীতি। আওয়ামী লীগ বিশ্বাস করে মানবতা এবং ধর্মকে ব্যবহার করে আমরা কারও কোন ক্ষতি করেনি। বিএনপি ধর্মকে ব্যবহার করে। আজকে তাদের অস্তিত্ব বিলীন হওয়ার পথে।

তিনি বলেন- বিএনপি আন্দোলনের কথা বলে, তাদের আন্দোলন জনগণের কাছে যায় না। জনগণের কাছ থেকে তারা কোন সাড়া পায় না। অচিরেই দেখা যাবে তাদের দল খন্ড বিখন্ড হয়ে অস্তিত্ব বিলীন হয়ে পড়েছে। আমরা চাই গণন্ত্রাতিক দেশে সরকারি দলের পাশাপাশি শক্তিশালী বিরোধী দল থাকা উচিত।

শুক্রবার (২১ জুন) বিকালে টাঙ্গাইলের মধুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলীকে গণ সংবর্ধণা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সাবেক কৃষিমন্ত্রী বলেন- শেখ হাসিনা খালি হাতে ফিরবে নাকি, কি নিয়ে আসবে তাদের (বিএনপি) অপেক্ষা করা উচিত। ভারত অনেক বড় দেশ। তাদের সাথে আমাদের বন্ধুত্বের হাত বাড়িয়ে রেখেছি। সত্যিকারের যদি তারা বন্ধু হয় অবশ্যই আমরা পরস্পরের সহযোগীতার মাধ্যমে দুই দেশ উপকৃত হব এবং দুই দেশই উন্নতি করব।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি রাজ্জাক আরও বলেন- আগামীতেও আওয়ামী লীগ জনগণের ভোটে ও সমর্থন নিয়ে ক্ষমতায় থাকবে। সারা পৃথিবীতে বাংলাদেশের মর্যাদা অনেক উচুতে উঠেছে। এই মুহুর্তে জিনিসপত্রের দাম একটু বেশি। আওয়ামী লীগের প্রধান লক্ষ হলো জিনিসপত্রের দাম কমিয়ে মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আনা।

সংবর্ধনা অনুষ্ঠানে শোলাকুড়ি ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু সাঈদ তালুকদার দুলাল, কাজী আব্দুল মোতালেব, বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন খান, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সাদিক প্রমুখ।

Header Ad
Header Ad

গোবিন্দগঞ্জে স্কুলছাত্র সাব্বির হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, দোষীদের শাস্তির দাবি

দোষীদের শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ। ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নবম শ্রেণির ছাত্র সাব্বির হোসেনকে অপহরণ ও হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় জনতা। বিচারের দাবিতে বুধবার (১৬ এপ্রিল) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে দুই ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা।

বিক্ষোভকারীরা চারমাথা এলাকায় মহাসড়ক ও দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করলে উভয় সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে, সৃষ্টি হয় তীব্র যানজট।

বিক্ষোভে অংশ নিয়ে এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন বিএনপি নেতা ও দরবস্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফিজুর রহমান দুলুসহ আরও অনেকে। তারা অবিলম্বে হত্যার বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা এবং গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছান। তারা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে দোষীদের গ্রেফতার ও শাস্তির আশ্বাস দিলে, প্রায় দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

এদিকে, হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ইতোমধ্যে মূল আসামি ইউনুছ আলীসহ চারজনকে আটক করেছে বলে জানিয়েছে প্রশাসন।

নিহত সাব্বির হোসেন উপজেলার দরবস্ত ইউনিয়নের রামনাথপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং বিশুবাড়ী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন। পুলিশ জানায়, গত মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে, সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ ইক্ষু খামারের পরিত্যক্ত একটি কূপ থেকে সাব্বিরের মরদেহ উদ্ধার করা হয়।

Header Ad
Header Ad

৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের ঢাকা-যমুনা সেতু মহাসড়ক অবরোধ

পলিটেকনিক শিক্ষার্থীদের ঢাকা-যমুনা সেতু মহাসড়ক অবরোধ। ছবি: ঢাকাপ্রকাশ

ক্রাফট ইন্সট্রাক্টরদের করা মামলার হাইকোর্টের রায় বা‌তিলসহ ৬ দফা দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবোধ করে বিক্ষোভ করেছে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট কলেজের শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে তারা মহাসড়কের টাঙ্গাইল রাবনা বাইপাস বাসস্ট্যান্ডে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

এরআগে বেলা ১২ টার দিকে ওই কলেজের শতশত শিক্ষার্থীরা কলেজ থেকে বের হয়ে রাবনায় সমবেত হন। পরে রোদ ও বৃষ্টি উপেক্ষা করে মহাসড়ক অবরোধ করে।

এ সময় প্রায় ২ ঘণ্টা মহাসড়ক অবোধ করে রাখায় ঢাকা ও উত্তরবঙ্গগামী লেনের প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। এতে যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েন। পরে প্রশাসনের মহাসড়ক ছে‌ড়ে দি‌য়ে আন্দোলন প্রত‌্যাহার ক‌রে নেন বিক্ষোভকারীরা।

পলিটেকনিক শিক্ষার্থীরা বলেন, সম্প্রতি হাইকোর্ট ৩০% পদ দিয়ে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নোতির পক্ষে রায় দেয়। ফলে তারা প্রমোশন পেয়ে জুনিয়র ইন্সট্রাক্টর হবে। আর এই পদটি হচ্ছে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য। যারা ডিপ্লোমা পাস করে বের হবে তাদের চাকরির শূন্য পদ ৩০% কমে গেল। হাইকোর্টের এমন রায় টাঙ্গাইল পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। হাইকো‌র্টের রায় বা‌তিল কর‌তে হ‌বে দ্রুত সম‌য়ের মধ্যে। এছাড়া ৬দফা যে দাবি ঘোষণা করা হ‌য়ে‌ছে সেটা বাস্তবায়ন কর‌তে হ‌বে।

এলেঙ্গা হাইও‌য়ে পু‌লিশ ফা‌ড়ির ইনচার্জ মো: শরীফ জানান, অবরো‌ধের কার‌ণে মহাসড়‌কে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়। প‌রে অবরোধ তু‌লে নেওয়ার পর দুপুর আড়াইটা থে‌কে যান চলাচল শুরু হয়। এখন মহাসড়কে কোন যানজট নেই, স্বাভাবিক গতিতে গাড়ি চলছে।

Header Ad
Header Ad

৮৬ জনকে চাকরি দেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

ছবি: সংগৃহীত

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে ১৮টি পদে ৮৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৪ মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতিত কোনো আবেদন গ্রহণ করা হবে না।

প্রতিষ্ঠানের নাম: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

পদের বিবরণ:

চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: ঢাকা

বয়স: ০১ এপ্রিল ২০২৫ তারিখে ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণ করা হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহীরা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ০১ নং পদের জন্য ২২৩ টাকা, ০৭ নং পদের জন্য ১৬৮ টাকা, ০৮-১৫ নং পদের জন্য ১১২ টাকা, ১৬-১৮ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ১৪ মে ২০২৫ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

গোবিন্দগঞ্জে স্কুলছাত্র সাব্বির হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, দোষীদের শাস্তির দাবি
৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের ঢাকা-যমুনা সেতু মহাসড়ক অবরোধ
৮৬ জনকে চাকরি দেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
নওগাঁ শহরে বাসায় ঢুকে এক তরুণকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
আরাকান আর্মির হাতে জিম্মি ৫৫ জেলেকে ফেরত আনল বিজিবি
মেহেরপুরে ছাত্রদলের দুই নেতাকে কারাগারে প্রেরণ
ঢাকায় এলেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ
মৌলিক সংস্কার না হলে নির্বাচনে অংশগ্রহণ বিবেচনাধীন থাকবে: নাহিদ ইসলাম
বিড়ালের সঙ্গে বন্ধুত্বপূর্ণ মুহূর্তের ছবি ভাইরাল, প্রশংসায় ভাসছেন তারেক রহমান
সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে কঠোর বিধিনিষেধ, পরিবারের সদস্য নিয়ে যাওয়া নিষিদ্ধ
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বৃদ্ধের আত্মহত্যা, জানা গেল কারণ
চুয়াডাঙ্গায় নিজের কিশোরী কন্যাকে ধর্ষনের অপরাধে বাবার মৃত্যুদন্ড
শাকিব খানের বিশ্বজয়, আইএমডিবির সেরা ১০০-তে ‘বরবাদ’
ধানমন্ডিতে গাড়ি থেকে চাঁদা আদায়, ভাইরাল ভিডিওর সেই যুবক আটক
নির্বাচন কোনোভাবেই জুনের পরে যাবে না: আসিফ নজরুল
বাইরের থেকে ভিতরেই ভালো আছি: শাহজাহান খান
একযোগে দেশের ৩৫ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান
ঘুষ ও দুর্নীতির অভিযোগে দুদক কর্মকর্তা সুদীপ বরখাস্ত
গাইবান্ধার পলাশবাড়ীতে ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশা যাত্রী নিহত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ এপ্রিল, মানতে হবে যেসব নির্দেশনা