কারাগারে থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে ৩ শিক্ষার্থী
ছবি সংগৃহিত
নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে এবারের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা দিচ্ছে রূপগঞ্জের ৩ পরীক্ষার্থী। তারা হলেন- নাহিদুল ইসলাম নিপুণ, রূপম প্রধান ও দিপু দেওয়ান।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে নির্ধারিত সময় পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে এই শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. মোকাম্মেল হোসেন।
জানা গেছে, কারাগারে থেকে পরীক্ষায় অংশগ্রহণ করা তিন শিক্ষার্থী রূপগঞ্জ উপজেলার ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি ভোকেশনাল শাখার শিক্ষার্থী। নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা একটি মামলায় গত ৯ ফেব্রুয়ারি রূপগঞ্জ থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে নারায়ণগঞ্জের আদালতে পাঠায়। পরে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মুড়াপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুলের এসএসসি (ভোকেশনাল) কেন্দ্র সচিব মো. ইয়াকুব আলী জানান, গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেল সুপার ফোন করে জানান কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার তিনজন পরীক্ষার্থী কারাগারে রয়েছে। এ খবর পেয়ে তিনি তাৎক্ষণিক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সীমন সরকারকে বিষয়টি অবগত করেন। তার সহযোগিতায় মুড়াপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুলের শিক্ষক আব্দুল মজিদ খানকে পরীক্ষার পরিদর্শক নিয়োগ দেন।
১ম পরীক্ষার দিন সকাল সাড়ে ৭টায় সহকারী কমিশনার ভূমি সীমন সরকার, ২ জন ট্যাগ অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের উপস্থিতিতে থানার ট্রেজারি থেকে প্রশ্নপত্র বের করে সিলগালা করে পুলিশ পাহাড়ায় নারায়ণগঞ্জ কারাগারে পরীক্ষা গ্রহণ করার ব্যবস্থা করেন।
রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইসমাইল বলেন, উপজেলায় ৫ হাজার ৭শ ৭৩ জন শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। তবে এসএসসি (ভোকেশনাল) শাখার পরীক্ষার্থীদের মধ্যে তিনজন শিক্ষার্থী নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে পরীক্ষা দিচ্ছে।
রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সীমন সরকার বলেন, নকলমুক্ত ও সুন্দর পরিবেশে এ বছর এসএসসি, দাখিল ও ভোকেশনালসহ সমমানের পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। তবে কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার ৩ জন পরীক্ষার্থী কারাগারে থাকায় জেলা কারাগারের জেল সুপার, উপজেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হকের সহযোগিতায় কারাগার থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সীমন সরকার বলেন, নকলমুক্ত ও সুন্দর পরিবেশে এ বছর এসএসসি, দাখিল ও ভোকেশনালসহ সমমানের পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। তবে কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার ৩ জন পরীক্ষার্থী কারাগারে থাকায় জেলা কারাগারের জেল সুপার, উপজেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হকের সহযোগিতায় কারাগার থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. মোকাম্মেল হোসেন বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেপ্তার হওয়া রূপগঞ্জের একটি মাধ্যমিক স্কুলের তিন শিক্ষার্থী গত কয়েকদিন ধরে জেলা কারাগারে রয়েছে। এসএসসি পরীক্ষা শুরু পূর্বেই তাদের জামিন আবেদন করা হয়েছিল। তবে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করলেও কারাগারে থেকেই এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেয়ার নির্দেশ দিয়েছেন।
আদালতের নির্দেশ অনুযায়ী সকাল থেকে নির্ধারিত সময় পর্যন্ত ম্যাজিস্ট্রেট, পুলিশ, শিক্ষক ও পরীক্ষকের উপস্থিতিতে বিধিবিধান মোতাবেক জেল হাজতে থাকা তিন পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহণ করা হয়েছে। জামিন না হওয়া পর্যন্ত এবং আদালতের পরবর্তী কোন নির্দেশ না পাওয়া পর্যন্ত তাদের অন্য পরীক্ষাগুলো এভাবেই গ্রহণ করা হবে।