ফরিদপুরে বাসস্ট্যান্ডে পড়ে থাকা সুটকেসে মিলল যুবকের মরদেহ
ছবি: সংগৃহীত
ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ডে পড়ে ছিল একটি সুটকেস। পড়ে থাকা এই সুটকেসের ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৭ জানুয়ারি) সকালে নতুন বাসস্ট্যান্ড এলাকার গোল্ডেন লাইন বাস কাউন্টারের সামনে একটি সুটকেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়। লুঙ্গি ও সোয়েটার পরিহিত মরদেহটি জামা-কাপড় দিয়ে ঢেকে লাগেজবন্দি করা ছিল।
জানা গেছে, মরদেহটি শাহজাহান নামের এক যুবকের। তিনি নোয়াখালীর বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ ভোরে রাজবাড়ী রাস্তার মোড়ের দিক থেকে একটি মহেন্দ্র করে বোরকা পরিহিত এক নারী সুটকেসটি চার-পাঁচজনের সহায়তায় নিয়ে আসে। পরে তারা সুটকেসটি গোল্ডেন লাইন কাউন্টারের সামনে একটি লাইটপোস্টের সামনে রেখে ঢাকাগামী একটি বাসে করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধারকৃত মরদেহটি ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনা তদন্ত করে জড়িতদের আটক করা হবে।