গাজীপুরে পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ শ্রমিকলীগ নেতার বিরুদ্ধে
অভিযুক্ত মাফুজুর রহমান, নির্মম হত্যাকাণ্ডের স্বীকার কামরুল ইসলাম। ছবি: সংগৃহীত
গাজীপুরের সদর উপজেলা বাঘের বাজার বানিয়ারচালা এলাকায় এক পোশাক শ্রমিককে প্রকাশ্য দিবালোকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ মোটর শ্রমিকলীগ নেতা বিরুদ্ধে।
নিহত পোশাক শ্রমিক স্থানীয় আব্দুল মান্নানের ছেলে কামরুল ইসলাম (২১)। সে স্থানীয় মেম্বার বাড়ী এলাকার স্লিকন সুইয়িং কারখানায় অপারেটর হিসেবে কর্মরত ছিলো। অভিযুক্ত হত্যাকারী মাফুজুর রহমান বাঘের বাজার বানিয়ারচালা এলাকার আইনদ্দিনের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (২৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন কামরুল ইসলাম। এসময় ঘাতক মাহফুজুর তার গতিরোধ করে মাথায় আঘাত করে। উপর্যপুরি আঘাত তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ঘাতক মাহফুজুর রহমান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মোটর শ্রমিক জানান, ঘাতক মাফুজুর রহমান মাদকাসক্ত ও মোটর শ্রমিকলীগের নেতা। এরআগেও তার বিরুদ্ধে অনেক মানুষকে পিটিয়ে আহত করার অভিযোগ আছে।
ঘটনার পরে ঘাতক মাহফুজুর রহমানের মাকে আটক করে জয়দেবপুর থানাপুলওশ। তবে এখনো ঘাতক মিজানুর রহমান পলাতক থাকায় গ্রেপ্তার করা হয়নি।
এ বিষয়ে জয়দেবপুর থানা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।