বোরকা পরে কুচকাওয়াজে অংশ নিলেন মাদরাসার ছাত্রীরা
ছবি: সংগৃহীত
আজ ১৬ই ডিসেম্বর । মহান বিজয় দিবস । সারাদেশের মত টাঙ্গাইলের মির্জাপুরেও যথাযোগ্য মর্যাদায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে এই দিনটি উদ্যাপন করা হয়েছে। এদিন সূর্যোদয়ের সাথে সাথে মির্জাপুর উপজেলা চত্বরে স্মৃতিসৌধ “অর্জন” এ পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা প্রশাসন, পরিষদ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ।
এরপর সকাল ৮টায় পৌরসদরের মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, পুলিশ বাহিনী, স্কাউটস এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা কুচকাওয়াজ প্রদর্শন করেন। তবে নজর কেড়েছে বোরকা পরিহিত একদল মাদ্রাসার শিক্ষার্থীর দিকে। বোরকা পরিহিত অবস্থায় পৌরসদরের মির্জাপুর আফাজ উদ্দিন দারুল উলুম দাখিল মাদরাসার শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশ গ্রহণ করেন। যা সকলের নজর কেড়েছে।
কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তা শিফা, পৌর মেয়র সালমা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম।
অভিবাদন গ্রহণের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আগত অতিথি ও দর্শনার্থীদের সামনে মনোজ্ঞ ডিসপ্লে ও মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন করে। এরপর ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।