স্ত্রীকে হত্যা করে অনুশোচনায় স্বামীর আত্মসমর্পণ
ছবি: সংগৃহীত
গাজীপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার ১১ দিন পর থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী বেলায়েত হোসেন। তার দেওয়া বিবরণ শুনে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৪ ডিসেম্বর) রাত ১২টার দিকে মাটিচাপা দেওয়া মরদেহটি উদ্ধার করা হয়।
বেলায়েত হোসেন গাজীপুর সদরের হাড়িনাল দক্ষিণপাড়ার আমজাদ হোসেনের বাড়িতে ভাড়া থেকে সবজি বিক্রি করেন। তিনি সদরের পাকুরিয়া এলাকার মৃত হরমুজ আলীর ছেলে। আর তাঁর স্ত্রীর রেশমা নাটোরের আব্দুল জব্বারের মেয়ে।
পুলিশ জানায়, হাড়িনাল এলাকায় সীমানাপ্রাচীর ঘেরা ভাড়া বাড়িতে মা ও স্ত্রীকে নিয়ে বসবাস করতেন বেলায়েত হোসেন। ওই বাড়িতে আর কেউ থাকত না। গত ২৪ নভেম্বর তাঁদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন বেলায়েত। পরে বাড়ির উঠানে মাটি খুঁড়ে স্ত্রীর লাশ চাপা দেন।
এরপর থেকে বিষয়টি নিয়ে অনুশোচনায় ভুগতে থাকে বেলায়েত হোসেন এবং তার মা। পরে সোমবার (৪ ডিসেম্বর) গাজীপুর সদর থানায় স্ত্রীকে হত্যার ঘটনা জানিয়ে আত্মসমর্পণ করে তিনি।
এ বিষয়ে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া ইসলাম গনমাধ্যমকে বলেন, ‘গতকাল সোমবার রাতে বেলায়েতকে নিয়ে তাঁর মা জোবেদা খাতুন থানায় আসেন। তিনি ঘটনা খুলে বলেন। এ সময় তাঁর কথায় বেলায়েত আত্মসমর্পণ করেন। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাই। বেলায়েতের দেখানো মতে মাটির নিচ থেকে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’