বাইডেনের ‘কথিত’ উপদেষ্টা মিয়া আরেফীর চাচাতো ভাই গ্রেফতার

মিয়া আরেফীর চাচাতো ভাই গ্রেফতার: ছবি সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয়দানকারী মিয়া জাহিদুল ইসলাম আরাফির চাচাতো ভাই জামায়াত কর্মী লিটন মোরশেদকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। তিনি জামায়াতকর্মী বলে জানা গেছে।
নাশকতার মামলায় বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার লিটন উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের মানিকদিয়ার গ্রামের জিল্লুর রহমান কালুর ছেলে।
এ বিষয়ে জানতে চাইলে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক গণমাধ্যমকে বলেন, নাশকতা মামলায় সলঙ্গা বাজার থেকে লিটন মোরশেদকে গ্রেফতার করা হয়েছে। তিনি জামায়াতের একজন সক্রিয় কর্মী এবং বাইডেনের ভুয়া উপদেষ্টা মিয়া আরেফী ওরফে বেলাল হোসেনের আপন চাচাতো ভাই।
