গাজীপুর জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা

দেশের ৭টি জেলা ও ১৫৯টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে ৯ জেলার ২১১টি উপজেলা ভূমিহীনমুক্ত হলো।
বুধবার (২২ মার্চ) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশে উপকারভোগীদের মাঝে ৩৯ হাজার ৩৬৫টি ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনকালে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলাগুলো হলো- রাজশাহী, জয়পুরহাট, মাদারীপুর, গাজীপুর, নরসিংদী, চাঁপাইনবাবগঞ্জ ও চুয়াডাঙ্গা। এর আগে গত বছর মাগুরা ও পঞ্চগড় জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়।
জানা গেছে, চতুর্থ পর্যায়ে চিহ্নিত ২ লাখ ৫৯ হাজার ২৩৭টি পরিবারের মধ্যে ২ লাখ ১৫ হাজার ৮২৭টি পরিবারকে ঘর হস্তান্তর করা হচ্ছে। অবশিষ্ট ৪৩ হাজার ৪১০টি পরিবারের মধ্যে ২২ হাজার ১০টি পরিবারকে চিহ্নিত করে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে দুই শতক জমিসহ একক গৃহ বরাদ্দ প্রদান করা হয়েছে। বাকি ২১ হাজার ৪০৪টি পরিবারকে চিহ্নিত করে তাদের পুনর্বাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।
এসআইএইচ
