পলাশে কলাগাছ কেটে বাগান দখলের চেষ্টার অভিযোগ
নরসিংদীর পলাশে দুই কৃষকের কলাগাছ রাতের অন্ধকারে কেটে বাগান দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় আক্তার আলম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ১৭ মার্চ (শুক্রবার) দিবাগত রাত প্রায় সাড়ে ১০টার দিকে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতা (নার্সারি) এলাকায় এ ঘটনা ঘটে।
জমির মালিক আবু তাহের জানান, প্রায় ৩০ বছর আগে প্রায় ৬ শতাংশ জমি কিনে তাতে বিভিন্ন ফসল চাষাবাদ করে আসছেন। সম্প্রতি প্রতিবেশী আক্তার আলম জমিটুকু দখলের জন্য চেষ্টা চালিয়ে আসছেন। এরই অংশ হিসেবে শুক্রবার রাতে আক্তার আলম উপস্থিত থেকে প্রায় শতাধিক লোকজন নিয়ে কলাগাছ কেটে তার উপর ট্রলি দিয়ে মাটি ভরাট করতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দৌড়ে এলে তারা পালিয়ে যায়।
পাশ্ববর্তী জমির মালিক রফিকুল ইসলাম জানান, তিনি প্রায় ১৫ বছর আগে প্রায় ৫ শতাংশ জমি কিনে বিভিন্ন ফসল চাষাবাদ করে আসছেন। আক্তার আলম ওই জমি দখলের আশায় রাতের অন্ধকারে কলাবাগান কেটে মাটি ভরাট শুরু করেন। এই অবস্থায় পলাশ থানার ওসি (তদন্ত) মো. এমদাদুল ইসলামকে মোবাইলে জানালে তিনি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।
অভিযুক্ত আক্তার আলম জানান, ঘটনার দিন রাতে তিনি ঢাকায় অবস্থান করছিলেন। কে বা কারা কলাবাগান কেটেছে তা তিনি জানেন না। এ ছাড়া স্কুলের মাঠের জন্য আনা মাটি এখানে রাখা হয়েছে পরে তা সরিয়ে ফেলবেন। এর বাইরে তিনি আর কিছু জানেন না বলে দাবি করেন।
এবিষয়ে পলাশ থানার ওসি (তদন্ত) মো. এমদাদুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে মোবাইলে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। এ ছাড়া ঘটনাস্থলে একটি মাটি ভরাটের ট্রলি জব্দ করা হয়েছে। এবিষয়ে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
এসএন