কিশোরী হত্যা মামলায় দিনমজুরের মৃত্যুদণ্ড
মানিকগঞ্জের হরিরামপুরে বৃষ্টি আক্তার (১৫) নামের এক কিশোরীকে হত্যার দায়ে দিনমজুর আবুল হোসেনকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মানিকগঞ্জের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ বিচারিক আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার আসামির উপস্থিতিতে এ বায় দেন।
নিহত বৃষ্টি আক্তার মানিকগঞ্জের হরিরামপুরের সফরদিনগর এলাকার রমজান আলীর মেয়ে। আর আসামি আবুল হোসেন একই এলাকার মৃত হাসমত আলীর ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুস সালাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, বৃষ্টি আক্তারকে বিয়ে করতে ব্যর্থ হওয়ায় ২০১৭ সালের ৫ নভেম্বর দুপুরে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় আবুল হোসেন। পরে ঘটনার দিন রাতে আবুল হোসনকে বাদী করে হরিরামপুর থানায় মামলা করেন নিহতের মা আকলিমা আক্তার। ঘটনার দুই দিন পর হরিরামপুর থেকে পুলিশ আবুল হোসেনকে গ্রেপ্তার করে। এরপর ২০২৮ সালের ১০ জুলাই তৎকালীন হরিরামপুর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা কহিনুর ইসলাম আবুল হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
মামলায় ১৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আবুল হোসেন দোষী প্রমাণিত হওয়ায় বিচারিক আদালতের বিচারক আসামির উপস্থিতিতে এ রায় দেন।
এসজি