গাজীপুরে ভালোবাসা দিবসে ফুলের বাজার জমজমাট
আজ বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসা দিবসে গাজীপুরে ফুলের দোকানে জমজমাট বিক্রি চলছে। জেলার বিভিন্ন স্থানে একটি গোলাপ ১৫-২০ টাকা,একটি রজনীগন্ধার স্টিক ১৫ টাকা, জারবেরা ১৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে। শ্রীপুর উপজেলার সাঈদ পুষ্পাঙ্গন কননে মঙ্গলবার সকাল থেকে ফুল ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে।
এদের মধ্যে অল্প বয়সী তরুণ-তরুণীর ভিড় দেখা গেছে সবচেয়ে বেশি। সব বয়সী মানুষেরা ভালোবাসা দিবসকে সামনে রেখে তাদের প্রিয়জনকে ফুল উপহার দেওয়ার জন্য আজই ফুল কিনে নিয়ে যাচ্ছে।
ফুল ক্রেতা আফ্রিকা কনা নামে নামের এক কলেজ শিক্ষিকা বলেন, ভালোবাসা দিবসকে সামনে রেখে আমি কয়েকটি গোলাপ ও রজনীগন্ধা কিনেছি। আমি আমার মা ও বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসি। তাই এ দিবসে আমি তাদের ফুল উপহার দেব।
বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সাদিয়া বলেন, ভালোবাসা ও সুন্দর করতে আমি ফুল কিনতে এসেছি। আমি হলুদ গোলাপ ও জারবেরা আমার খুবই পছন্দের। আমি এই দিনে আমার সন্তানসহ প্রিয়জনদের ফুল উপহার দেব। তাছাড়া আগামী বসন্ত বরণ দিবসেও কিছু ফুল কেনার ইচ্ছা আছে আমার।
পুষ্পকানন ইকবাল নার্সারি শতাধিকারী ইকবাল বলেন,ফেব্রুয়ারি মাসে আমাদের ফুলের সবচেয়ে ভালো ব্যবসা হয়। আমাদের এই মাসে ফুলের চাহিদা বেশি থাকে। বিশেষ করে গোলাপ ও রজনীগন্ধা বেশি চলে ভালোবাসা দিবসে। তাছাড়া ২১ শে ফেব্রুয়ারীতে গাঁদা ফুলের চাহিদা বেশি থাকে।
এএজেড