বিস্কুট চুরির অভিযোগে শিশুকে নির্যাতন

মাদারীপুরে বিস্কুট চুরির অভিযোগ এনে লিওন ফকির নামে (৯) বছরের শিশুকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। সোমবার বিকেলে মাদারীপুর সদর উপজেলার নওহাটা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা ও ভুক্তভোগীর স্বজনরা জানায়, মস্তফাপুর ইউনিয়নের পশ্চিম নওহাটা এলাকার দুলাল ফকিরের চতুর্থ শ্রেনিতে পড়ুয়া ছেলে লিওন বাড়ির পাশের মান্নার খাঁর দোকান থেকে এক প্যাকেট বিস্কুট খায়। দোকানদার মান্নান খাঁকে না বলে বিস্কুট নেয়ায় ক্ষিপ্ত হয়ে উঠেন তিনি।
এক পর্যায়ে মান্নান খাঁ শিশুটির হাত বেঁধে তার বাড়িতে নিয়ে কাঠের লাঠি দিয়ে মারতে থাকে। খবর পেয়ে শিশুটির মা রাজিয়া বেগম ছুটে এসে অনুরোধ করে শিশুটিকে ছাড়িয়ে বাসায় নিয়ে যায়। মারধরের ফলে শিশুটি অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। এ
ভুক্তভোগী লিওন ফকির বলেন, আমার বন্ধু আমিন খাঁ আমাকে বিস্কুট নিতে বলেছিলো। ওর জন্য এক প্যাকেট আর আমার জন্য এক প্যাকেট নিয়েছি। পরে দোকানদার এসে আমাকে দড়ি দিয়ে হাত বেঁধে কাঠের লাঠি দিয়ে মারে। আমি অনেকবার ক্ষমা চেয়েছি, ওনি আমার কথা শোনেনি।
এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
এএজেড
