ছয় ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ-পথে ৬ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
রবিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় এই দুই ঘাটের ফেরি চলাচল শুরু হয়। মধ্যরাত থেকে কুয়াশার পরিমাণ বেড়ে গেলে রাত আড়াইটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) সহকারী ব্যবস্থাপক মো. খালেদ নেওয়াজ ঢাকাপ্রকাশ-কে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পাটুরিয়া ও দৌলতদিয়া নৌ-পথের ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। অতি কুয়াশার কারণে মধ্যরাত থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখতে হয়। এ সময় মাঝ পদ্মায় আটকে পড়ে ফেরি শাহপরান। দুপারে পরের অপেক্ষায় আটকে থাকে প্রায় শতাধিক যানবাহন।
১২টি ফেলে দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এখন আর কোনো যানবাহনের চাপ নেই বলে জানান তিনি।
এসএন
