টাঙ্গাইলে ৬ ইউপিতে চলছে ভোটগ্রহণ, ভোটারদের দীর্ঘ লাইন

ব্যাপক-উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে টাঙ্গাইলের ঘাটাইলে ৫টি ও কালিহাতীতে একটি ইউনিয়নসহ মোট ৬ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ চলছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকাল ৪টা পর্যন্ত। সকালে ভোটারদের উপস্থিতি কম দেখা গেলেও বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়।
এর আগে বুধবার (২৮ ডিসেম্বর) বিকালে ইভিএমসহ নির্বাচনে ভোটগ্রহণের অন্যান্য সরঞ্জাম ভোটকেন্দ্রে পৌঁছায়। প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তারা সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস থেকে নির্বাচনি সরঞ্জাম বুঝে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ভোটকেন্দ্রে যান।
জানা যায়, ঘাটাইল উপজেলার রসুলপুর, সংগ্রামপুর, লক্ষ্মীন্দর, ধলাপাড়া ও সন্ধানপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ২১ জন, সাধারণ সদস্য পদে ১৪৩ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পাঁচটি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ১ লাখ ২ হাজার ৩৮১ জন।
এদিকে কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ৩২ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই একটি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ২২ হাজার ৪৫৫ জন।
টাঙ্গাইলের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল ইসলাম বলেন, টাঙ্গাইলে ৬টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ইভিএমে ভোটগ্রহণ চলছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নির্বাচনী এলাকায় দায়িত্বপালন করছেন। এ ছাড়া প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
এসজি
