ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশা কমতে শুরু করায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট নেই। ফলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টায় টোলপ্লাজার বুথ খুলে দেওয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে যানবাহন চলাচল। সকাল ৯টার পর থেকে যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করছে।
এর আগে ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে ভোররাত ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পূর্ব ও সেতু পশ্চিমের টোল আদায় বন্ধ থাকে। এতে করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। সেই সময় যানজট নিরসনে কাজ করে পুলিশ সদস্যরা।
এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান জানান, ভোররাত থেকে টোল আদায় বন্ধ থাকার পর সকাল ৮টা থেকে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় শুরু হয়। এতে কিছু সময় যান চলাচল ধীর গতিতে চললেও বেলা ৯ টার পর থেকে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। এই মহাসড়কে এখন যানজট নেই।
এসআইএইচ
