মানবিক সাংবাদিকতায় সম্মাননা পেলেন ঢাকাপ্রকাশের সাংবাদিক

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল ঢাকাপ্রকাশ-এর সাতক্ষীরা প্রতিনিধি নাজমুল শাহাদাৎ জাকিরসহ সাতক্ষীরার তিন সাংবাদিককে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা শহরের লেকভিউ কনফারেন্স হলে 'সামাজিক রক্তদান সেবায় আমরা' সংগঠনটির দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে তাদেরকে এ সম্মাননা স্মারক দেওয়া হয়।
সম্মাননা স্মারক পাওয়া সাতক্ষীরার অপর দুই সাংবাদিক হলেন এখন টেলিভিশনের রিপোর্টার ও জাগো নিউজের সাতক্ষীরা প্রতিনিধি আহসানুর রহমান রাজিব, যমুনা টিভি ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলাম।
এ বিষয়ে ঢাকাপ্রকাশ-এর সাতক্ষীরা প্রতিনিধি নাজমুল শাহাদাৎ জাকির নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, দীর্ঘদিন যাবত মফস্বল এলাকায় সাংবাদিকতা করি। সাংবাদিকতা শুধু পেশা নয়, সমাজে ভালো কাজ করার প্রতিশ্রুতি।
সমাজের প্রতি অঙ্গীকারবদ্ধ থেকে সমাজের জন্যে কাজ করা সাংবাদিকতার অন্যতম লক্ষ্য। আর সেই লক্ষ্য পূরণে চেষ্টা করেছি সততা ও ন্যায়ের পক্ষে কলম চালিয়ে যেতে। আজ তার মুল্যায়ন পেলাম। এতে, আমি অনেক আনন্দিত।
এএজেড
