গাজীপুরে বাসচাপায় পোশাক শ্রমিক নিহত

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় যাত্রীবাহী বাসচাপায় জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম (৩৫) শ্রীপুর উপজেলার পাবরিয়াচালা এলাকার বারেক মিয়ার ছেলে। তাকে দেখতে গিয়ে মো. জিয়া নামে আরেকজন আহত হন । তিনি একই উপজেলার হালুকাইদ এলাকার আসমত উল্লার ছেলে।
এ বিষয়টি নিশ্চিত করে নাওজোর হাইওয়ে থানার ওসি শাহ মো. মোস্তাফিজুর রহমান বলেন, বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন জাহাঙ্গীর আলম। এ সময় দ্রুতগতির একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এক পর্যায়ে তাকে দেখতে মো. জিয়া নামের এক যুবক মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে আসেন। এ সময় বনশ্রী পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়। তার মরদেহটিও উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় এনা পরিবহনের একটি বাস ও বনশ্রী পরিবহনের ওই বাসটিকে আটক করে স্থানীয়রা। বাস দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসআইএইচ
