নরসিংদীর ৪৪০ গ্রাম পুলিশ পেলেন সাইকেল

নরসিংদীতে গ্রাম পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় সঠিকভাবে দায়িত্ব পালনের লক্ষ্যে ৪৪০ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল। সোমবার বিকেলে নরসিংদী মোছলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এসব বাই সাইকেল বিতরণ করা হয়। নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলার তিন উপজেলার গ্রাম পুলিশের মাঝে এই বাই সাইকেল বিতরণ করেন।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ সচিব) ভূঁঞা মোহাম্মদ রেজাউর রহমান সিদ্দিকির সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম (পিপিএম), মনোহরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু ও রায়পুরা উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাহমিনা আক্তারসহ তিন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণ।
স্থানীয় সরকারের আওতায় নরসিংদী জেলা প্রশাসনের সহায়তায় জেলার মনোহরদী, বেলাব ও রায়পুরা উপজেলার ৪৪০জন গ্রাম পুলিশের মাঝে প্রথম পর্যায়ে এই বাই-সাইকেল বিতরণ করা হয়।
এএজেড
