আগুনে পুড়ল শ্রমিক কলোনির ১৪ কক্ষ

সাভারের আশুলিয়ায় একটি শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনায় কলোনির ১৪টি কক্ষ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের পৌনে ১ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। জাহাঙ্গীর আলম নামের এক ভাড়াটিয়ার কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান স্থানীয়রা।
শনিবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে আশুলিয়ার গোরাট এলাকার সোহরাব হোসেনের মালিকানাধীন শ্রমিক কলোনিতে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, আশুলিয়ার গোরাট এলাকার সোহরাব হোসেনের মালিকানাধীন শ্রমিক কলোনিতে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট পৌনে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় ওই শ্রমিক কলোনির প্রায় ১৪টি কক্ষ পুড়ে যায়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।
এ বিষয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছে ৪০-৪৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। ততক্ষণে ওই বাড়ির ১৪টি কক্ষ পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের ৩টি ইউনিট কাজ করেছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা জাহাঙ্গীর আলম নামের এক ভাড়াটিয়ার কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই আগুন ওই কলোনির অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়ে।
এসজি
