টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মামা-ভাগ্নে নিহত

টাঙ্গাইলের সখীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলার বাটাজোড় নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার বাগবেড় গ্রামের ওহাব আলীর ছেলে মাসুদ রানা (২৮) ও একই গ্রামের আবদুস সালামের ছেলে শাকিল আহমেদ (১৭)। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাড়ি থেকে মাসুদ ও শাকিল মোটরসাইকেল নিয়ে বের হয়। ৯টার দিকে তারা বাটাজোড় সড়কের পাথার পুরাতন বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এ ব্যাপারে সখীপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুই মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ বা মামলা হয়নি। এ ছাড়া দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনি বিষয় প্রক্রিয়াধীন।
এসআইএইচ
