টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ যুবকের

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (২১ ডিসেম্বর) মধ্যরাতে উপজেলার হাতিয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে এ বিষয়টি নিশ্চিত করেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম।
নিহতরা হলেন-পাবনার সাথিয়া উপজেলার আহাম্মপুর গ্রামের লিয়াকতের ছেলে সজীব (৩৩) ও একই উপজেলার কাশিনাথপুর গ্রামের চঞ্চল সিকদারের ছেলে সাগর (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহতরা রাতে প্রাইভেটকারযোগে ঢাকা হতে পাবনা যাচ্ছিলেন। গভীর রাতে তাদের প্রাইভেটকারটি ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া এলাকায় পৌঁছালে অজ্ঞাত গাড়ি প্রাইভেটকারটিকে চাপ দিলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে নেমে যায়। পরে চালক গাড়িটিকে উপরে উঠানোর সময় ওই দুই যুবক রেললাইনের উপর হাঁটাহাঁটি করতে গিয়ে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রাণ হারায়।
এ ব্যাপারে টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফজলুল হক জানান, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এসআইএইচ
